শারদীয় দুর্গোৎসবে বেশ কিছু গান করেছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত শিল্পী চম্পা বণিক।
প্রশ্ন :
ফোনে আপনাকে পাওয়া যাচ্ছিল না।
একটা গানের আসরে ছিলাম। এখন তো প্রায় প্রতিদিন কোনো না কোনো আসরে গান থাকে।
প্রশ্ন :
তাহলে তো ব্যস্ত সময় কাটছে।
করোনার দুই বছর পর আবারও বড় পরিসরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঘুরছি, গান গাচ্ছি। নতুন নতুন গান করছি। এই তো পরশু পূজা উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের শরতের একটি অনুষ্ঠানে গান করেছি। পূজার মধ্যে অনেকগুলো গানের আয়োজন আছে। বসুন্ধরা সোসাইটি, সিদ্ধেশ্বরীসহ আরও কয়েকটা...। সব মিলিয়ে দারুণ সময় কাটছে।
প্রশ্ন :
নতুন কয়টি গান করলেন?
দুটি গান প্রকাশ পেয়েছে। একটি জামাল হোসেনের লেখা ‘এল শারদা’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। রঙ্গন মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। গত বছর তাঁদের সঙ্গে একটা গান করার কথা ছিল কিন্তু হয়নি। এ বছর এ রকম মজার একটা গান করতে চেয়েছিলাম, যেখানে একটু আনন্দ করতে পারব। গীতিকবি জামাল হোসেন তেমন একটি গানই দিয়েছেন। উৎসবে শ্রোতারা যে ধরনের গান শুনতে ও দেখতে পছন্দ করেন, এটি তেমন গান। আরেকটি গান ‘দেবী ত্রিনয়নী’। গানটি লিখেছেন খোকন কুমার রায়। অরুণ চৌধুরীর সুরে সংগীতায়োজন করেছেন কৃতিরঞ্জন রায়।
প্রশ্ন :
সামনে আর কী গান আসছে?
সরকারি অনুদানে অরুণা বিশ্বাস পরিচালিত ছবি অসম্ভব–এ ‘ও শাড়ি ও শাড়ি বলে দে না এখন আমি কী করি’ শিরোনামের একটা গান গেয়েছি। এই গানে অরুণা দিদিও কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। চলচ্চিত্রে এটি স্যারের শেষ গান। গানটির সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি। গত মাসে ওয়েব সিরিজের জন্য গাওয়া আমার দুটো গান প্রকাশ পেয়েছে। পূজার পর ওয়েব সিরিজের আরও কয়েকটা গানের রেকর্ডিং করার কথা আছে। মোটামুটি সবার প্রার্থনায় গানের সঙ্গে আছি। গান নিয়ে কাজ করে যাচ্ছি।