প্রশ্ন করে মানুষের কাছ থেকে জানতে ভালো লাগে

তানজিকা আমিনছবি : সংগৃহীত
অভিনেত্রী তানজিকা আমিন। মঙ্গলবার মাছরাঙা টিভিতে প্রচারিত হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’–এর ২০০তম পর্ব। এই নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

প্রশ্ন :

‘অনলাইন অফলাইন’–এ অভিনয় করে কেমন লাগছে?

‘অনলাইন অফলাইন’ সাগর জাহানের লেখা ও পরিচালনার একটা নাটক। তাঁর সঙ্গে আমি আগেও কাজ করেছি। তাঁর এই ধারাবাহিক নাটক অনেক দর্শক দেখছেন। তাই এই ধারাবাহিকে অভিনয় করতে ভালো লাগছে। দর্শকের যখন প্রশংসা পাই, তখন ভালো লাগে। এটা তো স্বীকৃতি, এটা তো একটা প্রাপ্তি। যেহেতু দর্শক দেখছেন, তার মানে নাটকটা ভালো হচ্ছে। সব মিলিয়ে এই নাটকে অভিনয় করাটা উপভোগ করছি, ভালো লাগছে।

প্রশ্ন :

অন্য সব ধারাবাহিকের চেয়ে এই ধারাবাহিকের বিশেষত্ব কী?

এই নাটক একটু অন্য রকম করে লেখা হয়েছে। সাগর জাহান সব সময় দর্শকের কাছে নতুন গল্প তুলে ধরার চেষ্টা করেন। এই নাটককে একটা কমেডি ড্রামা তৈরি করার চেষ্টা করা হয়েছে। ‘অনলাইন অফলাইন’ নাটকটি তাঁর আগের কাজগুলো থেকে আলাদা। এখানে আমি যে চরিত্রে অভিনয় করছি, এই রকম চরিত্রে আমারও আগে কাজ করা হয়নি।

তানজিকা আমিন

প্রশ্ন :

দীর্ঘ ধারাবাহিকে দর্শক ধরে রাখা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে বলে জানালেন অনেকে...

এটা আসলে একটা চ্যালেঞ্জ। শুধু পরিচালক আর প্রযোজক এই চ্যালেঞ্জ নেন, তা নয়। এই চ্যালেঞ্জ আমরাও নিই। আমরাও এই চ্যালেঞ্জের চাপটা ফিল করি। দর্শক এখন অতিমাত্রায় বুদ্ধিমান। যদি কোনো বিষয় ভালো না হয়, তাহলে দর্শকই জানান দিয়ে দেন। তাঁরা বলে দেন, এই এপিসোড ভালো হয়নি। অমুকের অভিনয় ভালো হয়নি। এই এপিসোডে তমুককে ভালো লাগেনি। মানে আমরা এতটাই তাঁদের কাছাকাছি চলে গেছি। তাঁরা যখন এমন কমেন্ট করেন, তখন আরও ভালো করার একটা চাপ সৃষ্টি হয়। সে ক্ষেত্রে আমাদের জন্য সুবিধাও হয়। তখন দর্শক কী চান, তা বুঝে দর্শকের চাহিদানুযায়ী পরিবর্তন আনতে পারি। টিভি চ্যানেল যত দিন টিকে থাকবে, দীর্ঘ ধারাবাহিক তত দিন থাকবে। ৩০ মিনিটের নাটক, শর্টফিল্ম, একক নাটক, ওয়েব ফিল্ম—সবকিছুই হবে, তবু টিভি চ্যানেলের সঙ্গে ধারাবাহিকও টিকে থাকবে। এখন যেভাবে আছে সেভাবেই এই দীর্ঘ ধারাবাহিক টিকে থাকবে। দিন দিন এই ধারাবাহিক আরও ভালোর দিকে যাচ্ছে।

প্রশ্ন :

আপনাকে একক নাটকে কম দেখা যায় কেন?

ঈদ উৎসব ছাড়া নাটক করা হয় না।

প্রশ্ন :

বড় পর্দায় কাজ করেছিলেন। এখন আর দেখা যায় না?

বড় পর্দায় কাজ করছিলাম, সেটা এখন অতীত হয়ে গেছে। আপাতত বড় পর্দায় কাজ করার কোনো প্ল্যান করিনি। তবে ভালো কোনো চিত্রনাট্য যদি পাই, তাহলে করব। তবে এখনো কারও সঙ্গে কোনো কথা হয়নি।

তানজিকা আমিন

প্রশ্ন :

মাঝেমধ্যে উপস্থাপনা করতে দেখা যায়...

মাঝেমধ্যে বলতে অনেক বছর পর আবার নারীর ক্ষমতায়ন নিয়ে একটা প্রোগ্রাম উপস্থাপনা শুরু করেছি। উপস্থাপনা করাটা আমার ভালো লাগে। আমার কথা বলতে ভালো লাগে। মানুষের সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে। উপস্থাপনা যিনি করেন, তাঁকে অন্যকে প্রশ্ন করতে হয়। আর প্রশ্ন করে মানুষের কাছ থেকে জানতে আমার ভালো লাগে। এ জন্য উপস্থাপনাটা আমি উপভোগ করি।