কোন গান হিট হবে, কেউ বলতে পারে না

ভিউর দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’, আলোচনায় ছিল তাঁর আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’। গায়কের নতুন মুক্তি পাওয়া ‘পরী পাইছি রে’ গানটিও অন্তর্জালে সাড়া ফেলেছে। গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪ দিন ধরে ২ নম্বরে আছে। গানসহ নানা প্রসঙ্গে গায়কের সঙ্গে কথা বলেছে নাজমুল হক

প্রথম আলো:

‘পরী পাইছি রে’ নিয়ে অন্তর্জালে আলোচনা হচ্ছে।

সৈয়দ অমি : শ্রোতাদের জন্যই তো গান করা। এটা যখন তাঁরা ভালোভাবে গ্রহণ করেন, তখন তো ভালো লাগে। প্রকাশের পর থেকে গানটি নিয়ে ভালো সাড়া পেয়েছি। ইতিমধ্যেই ১৪ লাখ ভিউ পার হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভিউ বাড়ছে, মন্তব্যের ঘরেও শ্রোতারা গানটি নিয়ে প্রশংসা করছেন। মিউজিক ভিডিওর প্রশংসাও পাচ্ছি। মনে হচ্ছে পরিশ্রম সার্থক।

প্রথম আলো:

২০২৪ সালে ভিউর বিচারে সেরা দশে ছিল আপনার গান ‘মাতাল’। ‘দুই চাক্কার সাইকেল’ও জনপ্রিয়তা পেয়েছে। টানা সাফল্যের রহস্য কী?

সৈয়দ অমি : গত বছরের জানুয়ারিতে ‘মাতাল’ প্রকাশ করি, ভিউ ২১ মিলিয়নের বেশি। ‘দুই চাক্কার সাইকেল’ ১০ মিলিয়ন পার করেছে। ভিউর চেয়ে বড় কথা, শ্রোতারা গানগুলো ভালোভাবে গ্রহণ করেছেন। আমি বেছে কাজ করতে পছন্দ করি। গান নির্বাচন থেকে মিউজিক ভিডিও—সবকিছু মিললেই কাজটি হয়। যে গানই নির্বাচন করি, তা আগে আমার কাছে ‘হিট’ হতে হয়। আমার গানের সুর তো আমি করি, আমার স্টুডিওতে অসংখ্য ট্র্যাক আছে, কিন্তু তাই বলে সব কটি নিয়ে গান করিনি। গান তৈরির পর ইন্ডাস্ট্রির বন্ধু, ভাইদের শোনাই। সবার পরামর্শ নিয়েই গান তৈরি করি। আর কোন গান হিট হবে, তা তো কেউ বলতে পারে না। তবে আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রিতে যে আমি এত পরিমাণ সংগ্রাম করেছি, এ অভিজ্ঞতাই আমার সফলতার রহস্য।

সৈয়দ অমি
শিল্পীর সৌজন্যে

প্রথম আলো :

সামনে ভালোবাসা দিবস, নতুন কোনো গান আসছে?

সৈয়দ অমি : ভালোবাসা দিবসে আমার নতুন গানের চিত্রায়ণ হয়েছে মালয়েশিয়ায়। ফিল্মি ঘরানার একটা গান হতে যাচ্ছে এটি, এর মধ্যে নব্বইয়ের দশকের একটা স্বাদ রাখতে চেয়েছি। আয়োজনে কোনো কমতি রাখা হয়নি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

প্রথম আলো:

গানের মিউজিক ভিডিওর মডেল হিসেবে শুধু চিত্রনায়িকা আঁচল আঁখিকেই দেখা যাচ্ছে। বাস্তবেও আপনারা স্বামী-স্ত্রী। রসায়নটা কি এ জন্যই জমছে?

সৈয়দ অমি : আমার স্ত্রী—এই পরিচয়ের বাইরে আঁচল একজন চিত্রনায়িকা। তার আলাদা ভক্ত আছে। ও মিউজিক ভিডিওতে অভিনয় করলেও অনেকেই ভাবেন এটি সিনেমার গান। সব মিলিয়ে আমাদের কনটেন্টের জন্য বেশ ইতিবাচক। যখন ওকে নিয়ে ভিডিওর পরিকল্পনা করি, মানের দিকে খেয়াল রাখতে হয়। হয়তো এ জন্যই দর্শক আমাদের মিউজিক ভিডিওগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

সংগীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়েছেন আঁচল
সংগৃহীত

প্রথম আলো :

মিউজিক ভিডিওতে আপনার নাচ নিয়েও বেশ আলোচনা হয়...

সৈয়দ অমি : এর পুরো কৃতিত্ব আঁচলের। আমি তেমন নাচতে পারি না। আঁচল ছোট থেকেই নাচ শিখেছে, সিনেমার জন্যও নাচ নিয়ে অনেক কাজ করেছে। আমি যতটা করতে পেরেছি, ওর জন্যই। পুরো ক্রেডিট আঁচলের।

প্রথম আলো:

গানের শুরুটা কীভাবে?

সৈয়দ অমি : আমি আসলে গান কোথাও শিখিনি। তবে মা অনেক ভালো গজল গাইতেন। মা বেঁচে নেই। হতে পারে মায়ের থেকে আমার মধ্যে কিছুটা গানের প্রতিভা এসেছে।