প্রেমের খবর মিথ্যা, তিনি আমার শুধুই সহশিল্পী
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটক ‘প্রাণ দিতে চাই’। এতে আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ফারিন খান। সিনেমা থেকে নাটকে এসেছেন তিনি। নতুন নাটক এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে গত বুধবার বিকেলে তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’
প্রশ্ন :
বড় পর্দায় কাজ করতেন। ছোট পর্দার নাটকে এলেন হঠাৎ?
শেখার জন্য। নাটকে এলাম অভিনয়ে নিজেকে আরও প্রস্তুত করার জন্য। আমাদের চলচ্চিত্রে বেশি শেখার সুযোগ নেই বলে আমার মনে হয়। ২০১৭ সালে আমার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পায়। সহশিল্পী ছিলেন রোশান। এর পর থেকে নিয়মিত সিনেমাটাই আমার করার কথা ছিল। সেটি হচ্ছিল না। দিন দিন ইন্ডাস্ট্রির অবস্থাও খারাপ হচ্ছে। ইচ্ছা তো ছিল সিনেমার বাইরে কোনো কাজ করব না। কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম, সিনেমা নির্মাণের সংখ্যার যা অবস্থা, তাতে অল্প সময়ের মধ্যে এখানে খুব একটা ভালো কাজ করার সুযোগ হবে না, শেখার সুযোগ মিলবে না। আর চর্চার মধ্যে না থাকলে অভিনয়ও ভুলে যাব। ফলে সিদ্ধান্ত নিলাম, নাটকে কাজ করি।
প্রশ্ন :
শেখার জন্য আলাদা কোনো উদ্যোগ নিয়েছেন?
এর আগে প্রাচ্যনাট স্কুল থেকে ছয় মাসের অভিনয় কোর্স শেষ করেছি। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতায় টানা ১৪ দিনের অভিনয়ের ওপর একটি কর্মশালায় অংশ নেব। কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে থাকবেন দামিনী বেণি বসু। আমি নিবন্ধন করেছি। এক মাসের মতো থাকব ওখানে। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে যে প্রোডাকশন হবে, সেখানে অংশ নিতে চাই আমি। নভেম্বরের শেষের দিকে কলকাতায় যাব।
প্রশ্ন :
‘প্রাণ দিতে চাই’ নাটকটি থেকে সাড়া কেমন পেলেন?
ভালো। এটি প্রচারিত হওয়া আমার দ্বিতীয় নাটক। এর আগে কাজল আরেফিন অমির ফিমেল ৩ প্রচারিত হয়। আমি এখানে নতুন, তা–ও দুই সপ্তাহে প্রায় ২০ লাখ ভিউ হয়েছে ‘প্রাণ দিতে চাই’ নাটকটির। মনে হচ্ছে নাটকটি দেখছেন দর্শক। নতুন হিসেবে ইউটিউবে ভালোই সাড়া পাচ্ছি। এর মাঝে আরও তিনটি নাটকের শুটিং শেষ হয়েছে। ওই নাটকগুলোতেও আমার সহশিল্পী আরশ খান।
প্রশ্ন :
বিনোদন অঙ্গনে শোনা যায়, আরশ খানের সঙ্গে আপনার প্রেম। সত্যি নাকি?
ভুয়া। আমাদের এখানে পরপর একসঙ্গে জুটি বেঁধে কাজ করলে কিছুদিনের মধ্যেই তাঁদের প্রেমের গল্প বেরিয়ে পড়ে। সত্য–মিথ্যা কেউ যাচাই করে না। গুজব ছড়ায়। আরশ খানের সঙ্গে পরপর কয়েকটি কাজ করে যেটি আমার বেলায় হয়েছে। তবে একদিক দিয়ে এই গুজব ভালোও, দর্শক জুটির মধ্যে রসায়ন খুঁজে পান। এতে পর্দায় জুটির রসায়ন জমে। হয়তো দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন।
প্রশ্ন :
অনেক দিন ধরে আপনার অভিনীত বেশ কয়েকটি সিনেমার মুক্তি আটকে আছে...
‘আয়না’ ও ‘ফেসবুক’ নামে দুটি ছবির কাজ শেষ। ডাবিংও হয়ে গেছে। দেড়-দুই বছর হয়ে গেছে শুটিং শেষ করেছি, কিন্তু মুক্তির কোনো খবর নেই। শুনেছি, প্রযোজকের কী যেন ঝামেলা হয়েছে, এ কারণে সিনেমার দিকে সময় দিতে পারছেন না তিনি। এ ছাড়া ‘প্ল্যানার’ নামে আরও একটি ছবির শুটিং দীর্ঘদিন আটকে আছে। ছবিটির ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে।