আসাদুজ্জামান নূরের কাছে আমার প্রত্যাশা—মঞ্চকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসবেন

টেলিভিশন ও মঞ্চ—দুই মাধ্যমেই আসাদুজ্জামান নূরের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ করেছেন ‘কালো জলের কাব্য’। ৭৬তম জন্মদিনে মানুষ ও শিল্পী আসাদুজ্জামান নূরের মূল্যায়ন করলেন অপি করিম

প্রশ্ন :

অনেকের সঙ্গেই তো অভিনয় করেছেন, তাঁদের আর আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয়ের পার্থক্যটা কোথায়?

একজন আসাদুজ্জামান নূরের সংস্পর্শে আসতে পারা বা তাঁর মতো মানুষের কথা শুনতে পারাটাই তো একটা অভিজ্ঞতা। নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘কালো জলের কাব্য’ নাটকে তাঁর সঙ্গে আমার অভিনয়ের সৌভাগ্য হয়। ওই অভিজ্ঞতা থেকে বলতে হয়, মঞ্চে তো মহড়া করে একটি চরিত্র তৈরি হতে অনেক দিন লাগে। সেই মহড়া করার সময় আমি তাঁর মধ্যে দেখেছি, কাজের প্রতি ডেডিকেশন। দেখতাম মুহূর্তেই মানুষটা অন্য চরিত্র হয়ে উঠতেন। অভিনয়ের সময় শব্দকে কোথায় জোর দিতে হয়, অভিনয়ের ছোট ছোট ব্যাপারগুলো কীভাবে আরও উজ্জ্বল করা যায়, তা দেখে দেখে শিখেছি। তাই বলছি, একজন আসাদুজ্জামান নূরকে দেখাও আসলে একটা অভিজ্ঞতা। মহড়ায় তিনি যেভাবে ব্যক্তি থেকে চরিত্র হয়ে ওঠেন, ওটা দেখা তো আরও অসাধারণ একটা অভিজ্ঞতা।

নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘কালো জলের কাব্য’ নাটকে আসাদুজ্জামান নূরের সঙ্গে অপি করিমের অভিনয়ের সৌভাগ্য হয়
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

অভিনেতা হিসেবে আসাদুজ্জামান নূরের অনন্যতা কোথায়?

অভিনয়শিল্পী হিসেবে নয়, একজন সাধারণ মানুষের দৃষ্টিতে যদি ভাবি, এটা বলতে পারি ‘বহুব্রীহি’র আনিস, ‘অয়োময়’–এর ছোট মির্জা এবং ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের—তিনটি চরিত্রের দিকে তাকালেই বুঝতে পারব, তিনটি চরিত্রের জন্য তিনিই উপযুক্ত। তিনটিই কিন্তু ভিন্নধর্মী চরিত্র। অভিনয়ে তিনি যে অনন্য, এসব দেখলে বোঝা যায়। এটাই তাঁর বৈশিষ্ট্য। এমন নয় যে পর্দায় তাঁকে দেখলে আসাদুজ্জামান নূরই মনে হয়, তাঁকে আসলে বাকের ভাই, ছোট মির্জাই মনে হয়। প্রতিটি চরিত্রেই যাঁকে উপযুক্ত মনে হয়, তিনি একজন শক্তিশালী অভিনেতা।

আসাদুজ্জামান নূর
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

মানুষ হিসেবে আসাদুজ্জামান নূর আপনার দৃষ্টিতে কেমন?

আসাদুজ্জামান নূরকে আমি অনেক আগে থেকেই চিনি, হোক তা কাজের জন্য বা অভিনয়ের জন্য। মানুষ হিসেবে তাঁরা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন—তাঁরা হচ্ছেন পিতৃতুল্য, তাঁরা হচ্ছেন শিক্ষক, যেকোনো বিপদে–আপদে তাঁদের কথাই মনে হয়। মানুষ হিসেবে আলাদা করে বলা সম্ভব নয়। তাঁকে আমার পরিবারেরই একজন মনে হয়।

অপি করিম
ছবি: প্রথম আলো

প্রশ্ন :

আসাদুজ্জামান নূরের কাছে আপনার প্রত্যাশা কী?

যদিও দুটো মাধ্যমকে এক করা ঠিক নয়, তারপরও বলছি, তাঁদের হাত ধরে আমরা মঞ্চনাটকে এত দূর আসতে পেরেছি। আসাদুজ্জামান নূরের কাছে আমার প্রত্যাশা এবং অনুরোধ—তাঁদের মধ্যে যাঁরা অগ্রজ আছেন, তাঁরাও একটু চেষ্টা করবেন কি—মঞ্চকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসবেন কি? আমরা যারা অনুজ, তারা তাঁদের সঙ্গে আছি এবং থাকব।