এক মাস বাসে করে শাহবাগে আসা-যাওয়া করেছি

ঈদুল ফিতরে নতুন কোনো নাটকে দেখা না গেলেও ঈদুল আজহায় বেশ কিছু নাটকে দেখা যাবে তাঁকে। ফেব্রুয়ারি থেকেই টানা ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত। সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজের ট্রেলার। এসব নিয়েই কথা বললেন তরুণ অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ।

তাসনিয়া ফারিণছবি : প্রথম আলো

প্রশ্ন :

গেল ঈদে নতুন কোনো নাটকে দেখা যায়নি। আরেক ঈদ আসন্ন। এ ঈদে কয়টি নাটকে দেখা যাবে?

রোজার ঈদের সময় ওয়েব সিরিজের শুটিংয়ের কারণে অন্য কাজ কম হয়েছে। এবার ১৫টির মতো নাটকে দেখা যেতে পারে। এখন টানা শুটিং করছি। আজও (মঙ্গলবার) পুরান ঢাকায় শুটিং করছি।

তাসনিয়া ফারিণ
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

শুনেছি আপনার মায়ের অভিনয়ের আগ্রহ ছিল। কিন্তু হয়ে ওঠেনি। আপনি যে অভিনয় করেন, দেখে কী বলেন?

অভিনয়ের চেয়ে বেশি, আম্মু আমাকে দেখতে কেমন লাগে, তা–ই দেখেন। আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হলে তাঁরা যখন বলেন, আম্মু খুব খুশি হন। নাটক দেখার পর, আম্মু বেশির ভাগ কথা বলেন আমার পোশাক নিয়ে। অভিনয় খুব একটা বোঝেনও না। পর্দায় কেমন দেখাচ্ছে, তা নিয়েই বেশি ভাবনা। কোনো চরিত্রে অন্য রকম লাগলে মা বলে ওঠেন, ‘তোমাকে এমন দেখাল কেন?’ আমি বলি, চরিত্রটাই তো এমন। তখন বলেন, ‘না, আমার এত সুন্দর একটা মেয়ে, এ রকম লাগবে কেন?’ (হাসি)

তাসনিয়া ফারিণ। ছবি সংগৃহীত।

প্রশ্ন :

নাটক, টেলিছবির পর ওয়েব সিরিজেও অভিষেক হয়েছে। চলচ্চিত্রে কবে দেখা যাবে?

এখন পর্যন্ত সে ধরনের কোনো গল্প বা পরিচালক পাইনি, যা আমাকে সন্তুষ্ট করে। যদি সন্তুষ্ট হই, তাহলে মুহূর্তেই হ্যাঁ বলব।

তাসনিয়া ফারিণ
ছবি : প্রথম আলো

প্রশ্ন :

এ সময় টেলিভিশনে অনেকেই কাজ করছেন, কার কাজ আপনার মধ্যে প্রতিযোগিতা তৈরি করে?

ওভাবে কখনো দেখি না। আমার মধ্যে নম্বর ওয়ান হওয়ার প্রবণতা নেই। এর থেকে, ওর থেকে ভালো কাজ করতে হবে, এই মানসিকতা নেই। আমি শখ থেকে কাজ করি। যেটা এখন পেশা হয়ে গেছে। উপভোগ করছি কি না, সেটাই দেখি। সবাই মিলে ভালো কাজ করতে হবে। শুধু একজন ভালো কাজ করলে, ইন্ডাস্ট্রি আগাবে না। সহকর্মী ভালো কাজ করলে প্রশংসা করি।

‘বাবা তোমাকে ভালোবাসি’ নাটকটিতে বিশেষ একটি চরিত্রে আবুল হায়াতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ

প্রশ্ন :

অভিনয়ে নিজেকে আরও পরিণত করতে নিজে কী করেন?

নাটকে চরিত্রের প্রস্তুতি নিতে পারি না। বিশেষ চরিত্র হলে ভিন্ন কথা। চিত্রনাট্য পড়ে পরিচালকের সঙ্গে কথা বলি। বাস্তব জীবনের কিছু অভ্যাস যোগ করি। একেকটা চরিত্র একেকটা ভিন্নধর্মী মানুষ। একটা মানুষ হিসেবে শিফট করার চেষ্টা করি। নাটকে চাইলেও সময়স্বল্পতার কারণে অনেক কিছু করতে পারি না। ভালোবাসা দিবসের আগে এক মাস কাজ করিনি। তখন ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান–এর কাজ করেছি। সময় পেয়েছি, পরিচালকের সঙ্গে নিয়মিত আলাপ করেছি। এই ওয়েব সিরিজে ‘সাবিলা’ চরিত্র হয়ে ওঠার জন্য এক মাস বাসে করে শাহবাগে আসা-যাওয়া করেছি।

তাসনিয়া ফারিণ। ছবি : প্রথম আলো

প্রশ্ন :

‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’–এর ট্রেলার প্রকাশিত হয়েছে। নতুন কিছু আগাম জানাবেন কি?

(মোস্তফা সরয়ার) ফারুকী ভাই ট্রেলারে যেমন সারপ্রাইজ রেখেছেন, সিরিজে তা আরও বেশি হবে। ট্রেলারে নারীর প্রতি সহিংসতার যে বিষয় উঠে এসেছে, তা–ই একমাত্র গল্প নয়। এটা কেন্দ্র আরও অনেক বিষয় উঠে এসেছে, প্রচারের পর যা সবাই দেখতে পাবেন।

তাসনিয়া ফারিণ
ছবি : প্রথম আলো