এখন তো সাড়া পাওয়া খুব সহজ: মম

জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম
>
‘কুমারিকা ন্যাচারাল লিভিং’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে চেনা পথের ‘অপরিচিতা’ নামের একটি আট পর্বের ধারাবাহিক নাটক। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নাটকটি নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

‘চেনা পথের অপরিচিতা’ নাটকটি অনলাইনে মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
আমি তো খুবই সাড়া পাচ্ছি। ফেসবুকে সবাই অনেক কিছু বলছে। সবার ভালো লাগছে, এটা জানাচ্ছে। এখন তো সাড়া পাওয়া খুব সহজ। ফেসবুক ও ইউটিউবে সবাই মন্তব্য করেন। এই নাটকের গল্পের সবাই প্রশংসা করছেন। আর নাটকটিতে আমার চরিত্রটা বেশ সুন্দর। একটা মেয়ের জার্নি দেখছেন দর্শক। তার ক্যারিয়ার, পরিবার এবং জীবনের গল্প দেখছেন দর্শক।

শুটিং কবে, কোথায় করলেন?
পুরোটাই ঢাকাতে শুটিং। উত্তরা ও এয়ারপোর্টের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে। টানা কয়েক দিন শুটিং করেছি আমরা।

ঈদের ব্যস্ততা শুরু হয়েছে?
সে এক ভয়ংকর অবস্থা। প্রচণ্ড কাজের চাপ পড়েছে। একে তো গরম, তার ওপর শুটিং। অনেকটা ওভেনের মধ্যে প্রেশারকুকার হয়ে যাচ্ছি। তবে যথারীতি একটু ভালো নাটকে অভিনয় করার চেষ্টা করছি।

আপনি একবার ফেসবুকে লিখেছিলেন সময় নিয়ে বেছে বেছে কাজ করবেন। সেটা কি হচ্ছে?
আমি বরাবরই এ রকম। এই ঈদের সময়ের মধ্যেও আমি রবীন্দ্রনাথের একটা নাটক করলাম। সামনে আরও একটা করব। সব মিলিয়ে আমি কিন্তু বেছে বেছেই করছি। এমনও হয়েছে যে অনেক নাটকে চার–পাঁচ দিনই সময় দিয়েছি। সামনেও এভাবেই কাজ করব।