এখানে আমিই রাজা, আমিই সব

আবু হেনা রনি কৌতুক উপস্থাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সংগীত নিয়ে পড়া শেষে তিনি ক্যারিয়ার গড়েছেন কৌতুক অভিনেতা হিসেবে। ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মীরাক্কেলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন তিনি। অভিনয় করেছেন দেশের ছোট ও বড় পর্দায়। এ ছাড়া বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক রম্য-বিদ্রুপ অনুষ্ঠান ‘Talk মিষ্টি ঝাল’-এর সঞ্চালক তিনি। অনুষ্ঠানটির শততম পর্ব ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।
আবু হেনা রনি
সংগৃহীত

প্রশ্ন :

কোথায় আছেন? কেমন আছেন?

ঢাকায়ই আছি। একটা ওভিসির (অনলাইন ভিডিও কমার্শিয়াল) শুটিংয়ে এসেছি। ভালোই আছি।

প্রশ্ন :

‘Talk মিষ্টি ঝাল’–এর ১০০তম পর্বে অতিথি হিসেবে কেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে বেছে নিলেন?

আমাদের একেকটা পর্বের একেকটা থিম থাকে। এই যেমন ‘জ্যাম’। সেদিন এসেছিলেন সাজু খাদেম। জ্যামে পড়ার অভিজ্ঞতা তাঁর সবচেয়ে বেশি। ‘ঢাকা শহর’ যেদিন থিম ছিল, সেদিন এসেছিলেন শতাব্দী ওয়াদুদ। কারণ, তিনি এ শহরেই বেড়ে উঠেছেন। আর শততম পর্বের থিম ‘১০০’। যেমন, ‘১০০ বার নিষেধ করেছি’, ‘১০০ পারসেন্ট গ্যারান্টি’, ‘১০০ পারসেন্ট খাঁটি’, ‘১০০ তে ১০০’, এ রকম আরকি! আশরাফুল ভাইকে আনা, কারণ, তিনি সবচেয়ে কম বয়সে টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন।

মোহাম্মদ আশরাফুল ও আবু হেনা রনি
সংগৃহীত

প্রশ্ন :

লকডাউনে কীভাবে কমেডি চলছে?

লকডাউনে কমেডি থেমে নেই। চলছে, চলবে। এই যেমন ধরেন, রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে সবাই মাস্ক পরে। অথচ পুলিশের মুখেই মাস্ক নেই। আবার ধরেন, আমি দোকানে মাস্ক কিনতে যাব। কিন্তু মাস্ক ছাড়া দোকানে প্রবেশ নিষেধ। এখন আমি কী করব! এই রকম আরকি!

প্রশ্ন :

এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ত?

Talk মিষ্টি ঝাল করছি। এখানে তো সামাজিক দূরত্ব আর অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা সম্ভব। তাই করছি।

প্রশ্ন :

‘স্বপ্ন যে তুই’, ‘তুই আমার রানী’, ‘পদ্ম পাতার জল’, ‘টম অ্যান্ড জেরি’ ছাড়া আর কী কী সিনেমায় অভিনয় করেছেন?

এই চার ছবিই। আর কোনো ছবিতে অভিনয় করিনি। এখনো আর কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হইনি।

আবু হেনা রনি
সংগৃহীত

প্রশ্ন :

নাটক, সিনেমা, আর কমেডি, আপনি সবই করেন। কোনটা সবচেয়ে সহজ?

স্ট্যান্ডআপ কমেডিই আমার কাছে সবচেয়ে সহজ লাগে। কেননা, এখানে আমিই রাজা, আমিই সব। আমি যা বলব তা–ই। আর নাটক বা সিনেমায় পরিচালক, পুরো দলের আমি একটা ছোট অংশ।

প্রশ্ন :

আমরা কবে পাঠককে আপনার বিয়ের খবর দেব?

জানাব। বিয়ে করলে জানতে পারবেন।

প্রশ্ন :

প্রেম করছেন?

উমমমম...(অনেক ভেবে) না।

প্রশ্ন :

এই প্রশ্নের উত্তরে এত ভাবতে হলো কেন? তার মানে কিছু একটা চলছে।

(হাসি)