ডিটেকটিভ চরিত্রে অভিনয়ের খুব ইচ্ছা

গানের মানুষ পার্থ বড়ুয়া অভিনয়ও করেন। ওটিটি প্ল্যাটফর্মেও ধীরে ধীরে ব্যস্ত হচ্ছেন। ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ অভিনয় করে তিনি নতুনভাবে আলোচনায় আসেন। এবার ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’-এ গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেও আলোচিত। তৈরি করছেন নতুন গানও। অভিনয়, গান ও সিনেমা নিয়ে তাঁর ভাবনার কথা জানালেন

পার্থ বড়ুয়া
ছবি : ফেসবুক থেকে

প্রশ্ন :

টেলিভিশন নাটকের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও আপনাকে পাওয়া গেল?

সব সময় তো অভিনয় সম্ভব না। গানের ফাঁকে কিছু সময় থাকে। ওই সময়টা আবার পরিচালকের সঙ্গে ব্যাটে-বলে মেলা, গল্প ভালো লাগা—সব যখন একই সূত্রে মেলে, তখন কাজ করা হয়। তবে ওটিটি প্ল্যাটফর্মে ‘তাকদীর’ ও ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ প্রচারের পর নিঃসন্দেহে আগ্রহ বেড়েছে। কারণ, প্রতিটি কাজ প্রচারের পর দর্শক–প্রতিক্রিয়া মুগ্ধ করেছে। গত ঈদে ওয়াহিদ তারেকের পরিচালনায় বঙ্গবিডির জন্যও একটা কাজ করলাম।

প্রশ্ন :

এমন কোনো চরিত্রে অভিনয়ের স্বপ্ন রয়ে গেছে?

সে ধরনের কোনো আক্ষেপ নেই। আমাকে যে চরিত্র দেওয়া হয়, সেটা কতটুকু পারছি, তা–ই হচ্ছে বড় কথা। তবে একটা ডিটেকটিভ চরিত্রে অভিনয়ের খুব ইচ্ছা।

পার্থ বড়ুয়া
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

এ ইচ্ছা কবে থেকে?

এটা আমার মধ্যে সব সময় ছিল। এ ধরনের কাজ তো আমাদের এখানে খুব ভালোভাবে করা হয়নি। কেউ যদি সুন্দর একটা ডিটেকটিভ ধারাবাহিক নাটক বা সিনেমা বানায়, সেখানে অভিনয় করতে চাই।

প্রশ্ন :

সুযোগ থাকলে এমন কারও সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চান...

যাদের সঙ্গে অভিনয় করেছি, এভরিওয়ান ইজ ফাইন। তারা আবার হলে ভালো হয়।

আগামী ঈদের জন্য তৈরি একটি নাটকে রাফিয়াত রশিদ মিথিলা ও পার্থ বড়ুয়া
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

অভিনয় করেননি, এমন কেউ আছে কি?

আমি তো আসলে কমবেশি সবার সঙ্গেই অভিনয় করছি। (হাসি)

প্রশ্ন :

ব্যান্ড, একক গান এবং গানের অনুষ্ঠানের পরিকল্পনা—এত কিছুর মধ্যেও অভিনয় কীভাবে করেন।

সত্যি বলতে, একটু ডিফিকাল্ট হয়। তারপরও মোস্তফা সরয়ার ফারুকীসহ যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছি, সবাই আমাকে সিরিয়াস কনসিডারেশন করেছেন।

প্রশ্ন :

গানের খবর বলুন।

সোলসের অনেক নতুন গান তৈরি হয়ে আছে। আমার একক ছয় থেকে সাতটি গানও পুরোপুরি তৈরি। কয়েকবার নতুন গান ছাড়ার পরিকল্পনা করেও সিদ্ধান্ত থেকে সরে এসেছি। করোনা পরিস্থিতির কারণে এখন ঘর থেকেই তো বের হতে পারছি না। বুঝতে পারছি না কী হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে গান প্রকাশ করব।

পার্থ বড়ুয়া
ফেসবুক

প্রশ্ন :

গানের পাশাপাশি অভিনয় করলেন। এমন কোনো স্বপ্ন আছে, যা এখনো অপূর্ণ?

স্বপ্ন তো আছে সিনেমা বানানোর। বড় পর্দার জন্য তো আর সিনেমা হবে না। ওটিটি প্ল্যাটফর্মের যে জোয়ার বইছে, তাতে এ মাধ্যমের জন্য হয়তো সিনেমা বানাব।

একটি নাটকের দৃশ্যে পার্থ বড়ুয়া ও অপি করিম

প্রশ্ন :

সিনেমা বানানোর স্বপ্ন কবেকার?

সিনেমা বানানোর স্বপ্ন অনেক আগের। বিশেষ করে অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবিটি দেখার পর এ আগ্রহ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার মনে হয়েছে, এ ধরনের কিছু একটা তো আমিও করতে চাই। জানি না কবে কী হবে, কবে হবে।