রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে

২০১৯ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সুনেরাহ বিনতে কামালছবি: ইনস্টাগ্রাম
২০১৯ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল। প্রথম ছবি ‘ন ডরাই’-এর জন্য সম্মানসূচক এই পুরস্কার পাবেন তিনি। কথা বলার জন্য যখন ফোন করেছি, তখন জানালেন, তাঁর নাকি গাল ব্যথা করছে। কেননা দুই দিন কেবল কথাই বলছেন। বাড়ি ফিরেই ঢুকে পড়েছেন কম্বলের ভেতরে। সেখান থেকেই চলেছে সাক্ষাৎকার।
সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

অভিনন্দন। কে প্রথম সুখবরটা দিল?

থ্যাঙ্ক ইউ। আমি তো কয়েক দিন আগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছি শুনেই খুশি। এরপর আর কিছু আশা করিনি। বৃহস্পতিবার আমি আমার ঘরে কাজ করছিলাম। আমার বড় বোন উত্তেজিত হয়ে আমাকে ডাকাডাকি করছে। একটু বিরক্ত হয়েই গেলাম। দেখি টিভিতে দেখাচ্ছে, আমি জাতীয় পুরস্কার পাচ্ছি। দেখে কিছু সময়ের জন্য পুরোপুরি নির্বাক আমি। ‘ন ডরাই’ আমাকে এত কিছু দেবে, ভাবিনি!

সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

ইনস্টাগ্রামে আপনার একটি ছবি দেখলাম। থাইল্যান্ডে তোলা। ক্যাপশনে লেখা, জীবনটা একটা স্বপ্ন হতে পারে, আবার সত্যিও হতে পারে। ‘ফিফটি ফিফটি’ সম্ভাবনা। কী মনে হচ্ছে, জীবন স্বপ্ন, না সত্যি?

এই মুহূর্তে মনে হচ্ছে স্বপ্ন। হয়তো পুরস্কার হাতে নেওয়ার পর মনে হবে সত্যি। আবার হয়তো একটা নির্দিষ্ট সময় পর জানা যাবে, সবই স্বপ্ন ছিল। শিগগিরই একটা ইন্টারন্যাশনাল পুরস্কার পাওয়া দরকার। তখন হয়তো মনে হবে, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা সত্যি। হা হা হা।

প্রশ্ন :

এক মাসের বেশি সময় ধরে থাইল্যান্ডে কী করলেন?

আমি তখন ক্লাস টুতে পড়ি। সেই সময় আমি একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলাম। তখন পাঁচ দিন আমি কোমায় ছিলাম। স্থানীয় একজন পল্লিচিকিৎসক রক্ত বন্ধ করার জন্য সুই-সুতা দিয়ে সেলাই করে দিয়েছিলেন। সেটা উল্টাপাল্টা ছিল। এখানকার ডাক্তাররা আর নতুন করে সেলাই দেওয়ার ঝুঁকি নেননি। তাই থাইল্যান্ডে গিয়ে অপারেশন করা হয়। নতুন করে ঠিকঠাক সেলাই করা হয়েছে। তবে করোনার কারণে লেজার সার্জারিটা এখনো করা হয়নি।

সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

নতুন কোনো ছবির চুক্তি হয়েছে?

‘ন ডরাই’-এর পর অনেক অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনোটাই এমন নয় যে আমাকে কিছু শেখাবে। লম্বা সময় ছুটি নিয়ে, শ্রম দিয়ে, সবটা উজাড় করে একটা কাজ করব। সেখান থেকে আমার নিজের যদি কোনো ‘সেলফ ডেভেলপমেন্ট’ না হয়, তাহলে কেন করব? তাই আগ্রহ হয়নি। চিত্রনাট্য মনে ধরলে করব।

সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

খুব তো বন্ধুর বিয়ের দাওয়াত খাচ্ছেন। লোকে আপনার বিয়ের দাওয়াত পাবে কবে?

আমি বিয়ে করব না তো। আমি যখন যা করি, মন দিয়ে করি। বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারব না। কারণ, আমি ক্যারিয়ার গড়তে চাই। সারা জীবন কাজ করে যেতে চাই। তাই আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে।

সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

আপনার ‘সেলিব্রিটি ক্রাশ’ কে?

ওভাবে বলতে পারব না। তবে প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে। কিছু কিছু সিনেমায় আলিয়া ভাটের অভিনয় বেশ লাগল। নওয়াজুদ্দিন সিদ্দিকী আর আমির খানের অভিনয় খুব ভালো লাগে।

সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

ইনস্টাগ্রামে আপনার ছবির ক্যাপশনগুলো অন্য রকম। ওগুলো কোথায় পান?

(হাসতে হাসতে) আমি তো রাতে ঘুমাই না। দিনে ঘুমাই। দিনে লোকে বিরক্ত করে। তাই রাতে নিরিবিলি নিজেকে সময় দিই। রাত জেগে অনেক কিছু ভাবি, চিন্তা করি। সেই ভাবনাগুলো শেষমেশ ইনস্টাগ্রামে ছবির ক্যাপশন হয়ে যায়। ওগুলো আমার লেখা।

‘ন ডরাই’ সিনেমার দৃশ্যে সুনেরাহ বিনতে কামাল
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

চাকরি করে, মডেলিং করে, অভিনয় করে সিনেমা দেখার সময় পান?

আমি প্রচুর সিনেমা দেখি। প্রতি রাতে ‘ক্রাইম প্যাট্রল’ দেখি। সব ধরনের সিনেমা দেখি। তবে রোমান্টিক আর ক্রাইম থ্রিলার–জাতীয় ছবি আমার বেশি পছন্দের। আগে হরর সিনেমা দেখতে ভয় পেতাম। ‘ন ডরাই’ ছবি করার পর আর অতটা ভয় পাই না।

সুনেরাহ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম