পারিবারিক ঈদ কাটিয়েছি: অপূর্ব

ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব। দর্শকের সাড়াও পেয়েছেন সেসব থেকে। দর্শকদের সেই সাড়া ও ঈদ-পরবর্তী কাজ নিয়ে কথা হলো এই অভিনেতার সঙ্গে।

অপূর্ব
অপূর্ব

ঈদে তো আপনার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হলো। কোনটাতে সাড়া পেলেন বেশি?
দর্শকের প্রতিক্রিয়া বেশ ভালো। তবে বেশি সাড়া পাচ্ছি শিহাব শাহীনের পরিচালনায় বিনি সুতার টান টেলিছবি থেকে।

ওই টেলিছবিতে তো আপনার ছেলে আয়াশ অভিনয় করেছে। এ কারণেই কি বেশি সাড়া পেলেন? 
হা হা হা। এটাও একটি কারণ। আমার ছেলে বলে বলছি না, সবাই ওর অভিনয়ের খুব প্রশংসা করেছে। আর ছেলের সঙ্গে প্রথমবার অভিনয় করতে ভালোও লেগেছে খুব। টেলিছবিটি ইউটিউবে দুই দিনে ১০ লাখ বার দেখা হয়েছে।

টেলিছবি দেখে ছেলে কিছু বলেছে? 
এটা আরও মজার ঘটনা। টেলিছবির একটি জায়গায় আমার বন্ধু, যে উকিলের চরিত্রটা করেছে, সে ওকে নিয়ে যায়। টেলিছবিটি দেখার পর আয়াশের অভিযোগ হলো, ওকে যখন নিয়ে যাচ্ছিল উকিল, ওই সময় আমি কেন তাকে ধরে মার দিইনি। বারবার বলেছে, ‘বাবা, আমাকে নিয়ে গেল, তুমি ওকে কেন মারলে না?’

ঈদ কেমন কাটল? 
খুব ভালো। আমার বাবা তাঁর ভাইবোনদের মধ্যে সবার বড়। তাই তাঁর সব ভাইবোন মানে আমার চাচা-ফুফুরাসহ সবাই ঢাকায় আমাদের বাড়ি এসেছিলেন। বলতে পারেন পারিবারিক ঈদ কাটিয়েছি এবার।

আবার কবে থেকে শুটিং শুরু? 
শুটিং শুরু হয়ে গেছে। আজ (গতকাল মঙ্গলবার) নেপালে যাচ্ছি একটি ধারাবাহিক নাটক ও দুটি একক নাটকের শুটিং করতে।

আপনাকে ধারাবাহিক নাটকে খুব কম দেখা যায়। 
ঠিক কম নয়। তবে একক নাটকের চেয়ে কম। আমি আসলে একসঙ্গে তিনটির বেশি ধারাবাহিক নাটক করতে পারি না। দুটি এখন প্রচারিত হচ্ছে। আরেকটি করতে যাচ্ছি।

কোনটি থেকে সাড়া বেশি পাওয়া যায়? একক, নাকি ধারাবাহিক? 
একক নাটকে বেশি সাড়া পাওয়া যায়। এতে আসলে দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। আমরা এখন আর আগের মতো ধারাবাহিক নাটক দর্শকদের উপহার দিতে পারি না। দীর্ঘ ধারাবাহিকে অভিনয়শিল্পীদের দায়বদ্ধতার অভাব রয়েছে। আমিও এর বাইরে নই। এ ছাড়া ভালো গল্প ও প্রচারণার অভাব তো আছেই।

একটি অভিযোগ শোনা যায়, আপনি সব নাটকে একঘেয়ে অভিনয় করেন। এ বিষয়ে কী বলবেন? 
এটার সঙ্গে আমি অনেকটা একমত। আসলে বেশির ভাগ দর্শক আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে পছন্দ করেন। আমি এর আগে কয়েকটি অন্য রকম চরিত্রের নাটকে অভিনয় করেছিলাম। ওটা কিছু বোদ্ধা বন্ধুবান্ধব ও সমালোচক ছাড়া কেউই পছন্দ করেননি। সবাই বলতেন, ভাই, আপনাকে খলনায়ক বা গ্রামের চরিত্রে দেখতে চাই না। আমি তো দর্শকের অভিনেতা, তাই না? তাই দর্শক আমাকে রোমান্টিক নাটকে দেখে যেভাবে সাড়া দেন, সেটি আমি খুব উপভোগ করি।

কোন নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শুনলে খুশি হবেন?
আমার সারা জীবনের ক্রাশ নায়িকা ববিতার সঙ্গে কোনো গুঞ্জন শুনলে।

স্ত্রীর কোন আবদার রাখতে পারেন না?
‘আজ শুটিংয়ে যেয়ো না’—এ রকম আবদার রাখতে পারি না। কারণ, আগে থেকেই পরিচালকদের শিডিউল দেওয়া থাকে।

আপনাকে নিয়ে কোন গুজবটি মিথ্যা?
আমি খুব রাগী—এটা মিথ্যা। আমি সহজে রাগ করি না।