বিয়ের পর হাজবেন্ড রান্না শিখিয়েছে

বিউটিছবি: সংগৃহীত
করোনা মহামারিতে বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে ‘ঘরে বসে শোনাব গান’। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভে গান শোনাবেন শিল্পী বিউটি। এ সূত্রে কথা হলো তাঁর সঙ্গে।

প্রশ্ন :

কেমন আছেন?

খুব ভালো আছি। জীবনসঙ্গী আর ছেলেকে নিয়ে ঘরে বসে বেশ আছি।

প্রশ্ন :


আজ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে কী গান শোনাবেন?

প্রথমে গাইব ‘সত্য বল, সুপথে চল, ওরে আমার মন’। তারপর গাইব ফরিদা ম্যাডামের (ফরিদা পারভীন) গাওয়া ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’। শেষ দুটো আমার মৌলিক গান। ‘ব্যবধান’ আর ‘আমি অকূল তীরে বসে আছি’।

বিউটি
সংগৃহীত

প্রশ্ন :

করোনাকালে কীভাবে সংগীতচর্চা চলছে?

ঘরে থেকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতি মাসে চারটি করে লাইভ করছি। টিভি চ্যানেলের অনলাইন লাইভ করেছি কিছু। আমার ইউটিউব চ্যানেলেও বেশ কিছু গান ছেড়েছি। লকডাউনে যতটা না গান করেছি, তার চেয়ে বেশি গান শুনেছি। মন দিয়ে নানান দেশের নানান ভাষার ফোক গান শুনেছি। এ জন্য এই সময়টাকে একটা ধন্যবাদ দিতে হয়।

প্রশ্ন :

এর মধ্যে দুটো ঈদ গেল। কেমন কাটল?

রমজানের ঈদে তো বাসায়ই ছিলাম। রান্না করে কেটেছে। আর কোরবানির ঈদে আমার বাবার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামে গেলাম। সারপ্রাইজ দেওয়ার জন্য আগে জানাইনি। গিয়ে শুনি, আমার বড় বোনের করোনা। আপা তখন আমাদের বাড়িতেই হোম কোয়ারেন্টিনে। তখনই সিদ্ধান্ত নিয়ে মন খারাপ করে গেলাম শ্বশুরবাড়ি, যশোরের বেনাপোলে।

বিউটি
সংগৃহীত

প্রশ্ন :

আপনার বড় বোন এখন কেমন আছেন?


ভালো, সম্পূর্ণ সুস্থ। এখন তো আমাদের বাসায়ই আছেন। আমাকে নানা পদের রান্না শেখাচ্ছেন। আপার কাছ থেকে কারও মধ্যে করোনা ছড়ায়নি।

প্রশ্ন :


আপনি রান্না পারেন?

আগে পারতাম না। বিয়ের পর হাজবেন্ড রান্না শিখিয়েছে। বড় আপা আর মেজ আপাও শিখিয়েছে। এখন মোটামুটি সব পারি।

প্রশ্ন :

রাযাতের (বিউটির চার বছর বয়সী ছেলে) তো এ বছর জুনে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল, তার কী হলো?

ইউটিউব দেখে নিজে নিজেই সব শিখছে। ও আবার আগ্রহ নিয়ে রান্নার ভিডিও দেখে।