যাঁদের ভিউ বেশি, তাঁরাই এখন বড় নায়িকা

ফারিয়া শাহরিনইনস্টাগ্রাম
ঈদুল ফিতরে প্রচারিত হয়েছে ফারিয়া শাহরিন অভিনীত চার নাটক। সেগুলোর মধ্যে সুমন আনোয়ার পরিচালিত ‘সাদা মানুষ’ নাটকটিতে ফারিয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এ নাটকের সূত্র ধরে তাঁর সঙ্গে হলো অনেক কথা।

প্রশ্ন :

‘সাদা মানুষ’ নাটকের শুটিং করেছিলেন কবে?

করোনা মহামারি শুরু হওয়ার আগে। তখন আমার অনেক জ্বর, সর্দিও ছিল। তারপরও মন দিয়ে কাজটা করেছি। এখানে আমি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি। নাটকটা প্রচারের পর এত ভালো প্রতিক্রিয়া পাচ্ছি যে আমার কষ্ট সার্থক মনে হচ্ছে। আমার কাছে তো এ–ও মনে হয়, এটিই এখন পর্যন্ত আমার অভিনয়জীবনের সেরা কাজ। নাটকের শেষ দৃশ্যটা তো সবাই ভীষণ পছন্দ করেছে। শেষ দৃশ্যের সব সংলাপ আমি নিজেই দিয়েছি।

প্রশ্ন :

পরিচালক আপনাকে সেই স্বাধীনতা দিয়েছিলেন!

একদমই তা–ই। এই নাটকের পরিচালক সুমন আনোয়ার আমাকে সিচুয়েশন বুঝিয়ে দিয়ে বলেছিলেন, ‘তোমার মতো করে সংলাপ দাও।’ তিনি স্বাধীনভাবে কিছু করার জন্য আমাকে ছেড়ে দেন। আমাকে তিনি বলেছিলেন, ওই মেয়ের অবস্থায় থাকলে আমি কী করতাম, সেটাই যেন করি। আমিও বিশ্বাস করতে চেয়েছিলাম, ওই মেয়ে আমি হলে কী করতাম। তাই হয়তো দৃশ্যটা দর্শকের হৃদয় ছুঁয়েছে। জানেন, এই নাটকের শেষ দৃশ্যের কান্নার জন্য আমি গ্লিসারিনও ব্যবহার করিনি, সাধারণত আমরা যেটা করি। আমার কান্নাটা ছিল সত্যিকারের কান্না। আমি ওই যৌনকর্মীর কষ্টটা বুঝতে চেষ্টা করেছি।

ফারিয়া শাহরিন
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

গুণী পরিচালকের সঙ্গে কাজ করার এটাও একটা বড় সুবিধা, কী বলেন?

সত্যিই তা–ই। তবে দুঃখজনক হচ্ছে, আমি সব সময় ভালো গল্প খুঁজি, যেখানে অভিনয় করার সুযোগ থাকে। কিন্তু অভিনয় করার মতো গল্প পাই না। এটাও হতে পারে, আমাকে ভালো গল্পে কেউ নিতে চান না। হয়তো তাঁরা ভাবেন, ভালো গল্পে অভিনয় ফুটিয়ে তুলতে পারব না। এইবার তো ভালো গল্পে অভিনয় করে দেখিয়ে দিলাম, আমরাও পারি।

প্রশ্ন :

এরপর থেকে হয়তো ভিন্নধর্মী গল্পের চরিত্রে আপনাকে খুঁজবেন অনেক গুণী পরিচালক।

আমারও সে রকম আশা। আমার সব ধ্যানজ্ঞান অভিনয় ঘিরেই। আমি আরও ভালো ভালো কাজ করতে চাই।

হবু স্বামী মাহফুজ রায়ানের সঙ্গে ফারিয়া শাহরিন
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার হবু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কি নাটকটি দেখেছেন? তাঁদের প্রতিক্রিয়া কী?

হবু স্বামী তো সব সময় আমার নাটক দেখে আর সমালোচনা করেছে। এইবার সে নাটকটা দেখে কেঁদেছে। আমার হবু শাশুড়ি আর ননদও দেখেছে এবং ভালো বলেছে। আর আমার এক কাজিন তো আমাকে ফোন করে হাউমাউ করে কেঁদেছে। এত ভালো অভিনয় কেমনে করেছি বলে আর কাঁদে।

প্রশ্ন :

আপনার কি মনে হয়, এখন থেকে আপনাকে ভেবেচিন্তে গল্প বাছাই করতে হবে?

ঠিকই বলেছেন। আমি সেই চেষ্টা করছি। কতটুকু পারব, জানি না। ওই যে বললাম, গল্প পাই না, তাই অভিনয় দেখানোর সুযোগও পাই না। ভালো গল্প খুঁজি। এর মধ্যে অনেক গল্প বাদও দিয়েছি, যেখানে অভিনয় করার সুযোগ নেই। আমি তো বড় নায়িকা না, তাই ভালো গল্পও পাই না। ভালো গল্প আগে বড় নায়িকাদের কাছে যায়, তাঁরা রিজেক্ট করলে তারপর এক-দুইটা হয়তো আমরা পাই। আমি তাতেই খুশি। ‘সাদা মানুষ’ নাটকটি প্রচারের পর নিজেকে ছোটখাটো একজন অভিনয়শিল্পী ভাবতে ইচ্ছা করছে। বাকিটা ভাগ্য আর পরিচালকদের মর্জি।

ফারিয়া শাহরিন
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

অর্থের কথা ভেবেও অনেকে অনেক ধরনের গল্পে অভিনয় করেন। আপনার তো টাকার দরকার নেই?

আমাকে অর্থের পেছনে দৌড়াতে হয় না। যা আছে, তাতেই আমি সন্তুষ্ট। টাকার পেছনে দৌড়ালে সব কাজই করতাম, যেমন ধারাবাহিক নাটকে অভিনয় করছি না, যদিও অনেক প্রস্তাব পাই। তা ছাড়া ফানি, সুড়সুড়ি টাইপ অনেক নাটক আর টেলিছবিতে অভিনয়ের প্রস্তাব পাই, ভালো লাগে না ওই সব কাজ করতে।

প্রশ্ন :

বড় বড় নায়িকার কাছে ভালো ভালো গল্প যায়। কারা সেই বড় বড় নায়িকা? কিসের ভিত্তিতে তাঁরা বড় নায়িকা?

(হাসি) আমি মেনশন করতে চাই না। যাঁদের ভিউ বেশি, তাঁদের সঙ্গে সবাই কাজ করতে মুখিয়ে থাকেন। যাঁদের ভিউ বেশি, তাঁরাই এই যুগের বড় বড় নায়িকা। এখন তো ভিউই কাউন্ট হয় সবচেয়ে বেশি।

প্রশ্ন :

অভিনয়শিল্পী বাছাইয়ে ভিউ কাউন্ট কতটা যৌক্তিক?

অনেক মানহীন কাজেরও ভিউ হয়, ভালো কাজেরও হয়—তাই সাধারণ মানুষ কনফিউজড থাকে কোনটা ভালো, কোনটা খারাপ। বারবার একই নায়ক-নায়িকা নিলে অন্যরাই–বা কী করবেন। একই মুখ দেখতে দেখতে দর্শকও বিরক্ত। এই যে আজ যদি ‘সাদা মানুষ’ নাটকের মতো চ্যালেঞ্জিং একটা গল্পে পরিচালক আমাকে কাস্ট না করতেন, তাহলে আমি নিজেকে প্রমাণ করার সুযোগই পেতাম না। আমার কথা হচ্ছে, প্রতিভাবান আরও অনেকে আছেন, তাঁদের সুযোগ দিতে হবে। প্রযোজক, পরিচালক এবং চ্যানেল সংশ্লিষ্টদের উচিত সবাইকে সুযোগ দেওয়া।

ফারিয়া শাহরিন
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

শ্বশুরবাড়ি যাওয়া হবে কবে?

ঈদে গিয়েছিলাম। এখন আর যাওয়া হচ্ছে না। বিবাহোত্তর সংবর্ধনা শেষে তবেই। এখন আমি শুটিং নিয়েই ব্যস্ত।