যেটা করে শান্তি পাই, সেটাই করি

মুক্তি পেয়েছে আরমান পারভেজ মুরাদ অভিনীত নতুন চলচ্চিত্র ছিটমহল। এইচ আর হাবিব পরিচালিত এ চলচ্চিত্রে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা তাঁর অভিনয়জীবনে আগে কখনো ঘটেনি। কাজ করেছেন আরও কয়েকটি চলচ্চিত্রে। এসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

আরমান পারভেজ মুরাদ

প্রশ্ন :

অনেক দিন পর চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কেমন লাগছে?

ভীষণ ভালো লেগেছে। কারণ, এমন একটা বিষয় নিয়ে চলচ্চিত্র হয়েছে, যা আমাদের দেশে আগে কখনো হয়নি। আমার তো মনে হয়, অনেকে ছিটমহলের ব্যাপারটা জানেও না। অভিনয়জীবনে যে কয়টি চলচ্চিত্রে কাজ করেছি, তার মধ্যে এই চলচ্চিত্রের চরিত্রটি অসাধারণ। ছিটমহল অভিনয়জীবনে অসাধারণ একটা অভিজ্ঞতা হয়ে থাকবে।

প্রশ্ন :

কেন মনে করছেন?

এই চলচ্চিত্রে আমি ছিটমহলের বাসিন্দা এবং ছিটমহলের জন্য সংগঠিত স্বাধীনতা আন্দোলনের একজন নেতা। একটা ইস্যুতে আমাকে বলা হয়েছিল, জুতা হাতে নিয়ে যেন চলি। এরপর প্রতিজ্ঞা করি, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমি মাটিই স্পর্শ করব না। তাই করেছি। ‘রণপা’ হয়ে ছিলাম। চরিত্রটা বেশ কঠিন ছিল। এই ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি।

প্রশ্ন :

প্রস্তুতি কেমন ছিল?

কয়েক মাস ধরে প্রস্তুতি নিতে হয়েছে। পরিচালক হাবিব ভাই আমাকে প্র্যাকটিস করার জন্য পা পাঠিয়ে দিয়েছিলেন, তারপর থেকে কয়েক মাস কাজের ফাঁকে হাঁটার প্র্যাকটিস করেছি। বিষয়টা কষ্টসাধ্য ছিল, তবে সার্থক হয়েছে। কারণ, ছবিটি দেখে সবাই অ্যাপ্রিশিয়েট করছে।

এখন তো আসলে একটু অস্থির সময়, কাজের সুযোগও কম। সব ধরনের কাজ করতে তো ভালোও লাগে না। যেটা করে শান্তি পাই, সেটাই করি

প্রশ্ন :

এর আগেও তো আপনার চলচ্চিত্র মুক্তি পেয়েছে?

চন্দ্রাবতী কথায়ও অভিনয় করেছি। ওই চলচ্চিত্রে কাজ করেও সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এদিকে মুক্তির কথা ছিল শান, করোনার কারণে পিছিয়ে গেল। অপারেশন সুন্দরবন চলচ্চিত্রেও একটি দারুণ চরিত্রে অভিনয় করেছি। কিছুদিন আগে শুটিং করলাম পিয়া রে চলচ্চিত্রের।

প্রশ্ন :

বড় পর্দায় তাহলে বেশি অভিনয় করলেন...

বড় পর্দায় যেমন করেছি, ছোট পর্দায়ও করেছি। তবে কাজ কম করছি। ভালো কিছু কাজ হলে তবেই করছি। এখন তো আসলে একটু অস্থির সময়, কাজের সুযোগও কম। সব ধরনের কাজ করতে তো ভালোও লাগে না। যেটা করে শান্তি পাই, সেটাই করি।

প্রশ্ন :

আপনি তো আবৃত্তিও করেন। শিল্পাঙ্গনের কোন ক্ষেত্রে কাজ করার আগ্রহ রয়েছে?

যাত্রাপালায় কাজ করার খুব ইচ্ছা। কখনোই এই মাধ্যমে অভিনয় করা হয়নি। মাঝে একবার রেডিওতে যাত্রাপালায় কাজ করার সুযোগও পেয়েছিলাম, কিন্তু শিডিউল মেলাতে পারিনি বলে করা হয়নি।

ছোটবেলায় যাত্রাপালা দেখতাম। তখন থেকেই যাত্রার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আমার। স্টেজে যেমন একদিকে দর্শকেরা বসেন, যাত্রাপালায় তিন দিকে অভিনয়ের স্কোপ আছে

প্রশ্ন :

যাত্রাপালায় আগ্রহী হওয়ার বিশেষ কারণ?

ছোটবেলায় যাত্রাপালা দেখতাম। তখন থেকেই যাত্রার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আমার। স্টেজে যেমন একদিকে দর্শকেরা বসেন, যাত্রাপালায় তিন দিকে অভিনয়ের স্কোপ আছে। আরও অনেকগুলো ভালো লাগা কাজ করে।

প্রশ্ন :

মঞ্চে কাজের খবর বলুন।

মঞ্চে অনেক দিন কাজ করা হয় না। সর্বশেষ কাজ করেছি ইনডেমনিটি নাটকে মান্নান হীরার ভাইয়ের নির্দেশনায়। নাটকটি একসঙ্গে ৯টা টেলিভিশন চ্যানেলে দেখানোও হয়। সময়–সুযোগ পেলে আবার মঞ্চে অভিনয়ে ফিরব।