যেসব কাপড় পরি, তার ৪০ ভাগ কেনা, ৬০ ভাগ আমার ডিজাইন করা

করোনায় নতুন পরিচয়ে সবার সামনে এলেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ফেসবুকেও তিনি সে পরিচয় জানিয়েছেন। ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করছেন তিনি। নতুন গান নিয়েও ভাবছেন। নানা বিষয়ে গতকাল শুক্রবার দুপুরে কথা হলো তাঁর সঙ্গে।

আঁখি আলমগীরছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার হঠাৎ ডিজাইনার হতে ইচ্ছা করল কেন? কে আপনাকে এ কাজের অনুপ্রেরণা দেন?

আমি সব সময় রেডিমেড কাপড়ের চেয়ে কাপড় কিনে ডিজাইন করে বানাতে পছন্দ করতাম। বসে বসে নিজেই ড্রয়িং করতাম। এখনো যেসব কাপড় পরি, তার ৪০ ভাগ কেনা, ৬০ ভাগ আমার ডিজাইন করা। আমি সেগুলোর প্রশংসাও পাই। একটা পর্যায়ে ভাবলাম, হোয়াই নট, ডিজাইনার হওয়ার স্বপ্নটা পূরণ করি। করোনায় ৭–৮ মাস ধরে প্রস্তুতি নিয়ে অবশেষে বাজারে আনতে যাচ্ছি নিজের একটি ব্র্যান্ড। আপাতত অনলাইনে করছি। ভালো অর্ডার পাচ্ছি, সেলও হচ্ছে। এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে এনে বাজারজাত করছি না। হ্যান্ডমেড এক্সক্লুসিভ শাড়ি। আমদানি করা শাড়ির চেয়ে ভালো। একে আমি ডিজাইনার লাইন হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছি।

আঁখি আলমগীর
ছবি: ফেসবুক থেকে
আমি সব সময় রেডিমেড কাপড়ের চেয়ে কাপড় কিনে ডিজাইন করে বানাতে পছন্দ করতাম। বসে বসে নিজেই ড্রয়িং করতাম। এখনো যেসব কাপড় পরি, তার ৪০ ভাগ কেনা, ৬০ ভাগ আমার ডিজাইন করা। আমি সেগুলোর প্রশংসাও পাই।
আঁখি আলমগীর
মেয়ে স্নেহার সঙ্গে মা আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার এই উদ্যোগের একটি ভিডিও চিত্র ফেসবুকে দিয়েছেন। যেখানে আপনার বড় মেয়ে স্নেহাকে মডেল হিসেবে দেখা গেছে।

কোন কাপড়ের কী ডিজাইন হবে, রাত জেগে জেগে মা–মেয়ে বসে প্ল্যান করতাম। তখন বুঝেছি, তারও আগ্রহ অনেক। ডিজাইনিংয়ে তার আগ্রহও আছে, রুচিও চমৎকার। তার নানা (অভিনেতা আলমগীর) এবং আমার কাছ থেকেই হয়তো পেয়েছে এসব। স্নেহা শাড়ি পরতে খুব পছন্দ করে। ফটোশুট ও একটি ভিজ্যুয়ালের পরিকল্পনার সময় ভাবলাম, স্নেহা হলে মন্দ কী।

আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

দেশ–বিদেশে আপনার প্রিয় ডিজাইনার কারা?

অনেকেই। তবে ভারতের সব্যসাচী ভীষণ পছন্দের। এর বাইরে যদি বলি, ভারসাসি। আর দেশের মধ্যে বিপ্লব সাহা, লিপি খন্দকার, ফারহানা জাহেদীসহ আরও অনেকে।

মেয়ে স্নেহার সঙ্গে মা আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত
কোন কাপড়ের কী ডিজাইন হবে, রাত জেগে জেগে মা–মেয়ে বসে প্ল্যান করতাম। তখন বুঝেছি, তারও আগ্রহ অনেক। ডিজাইনিংয়ে তার আগ্রহও আছে, রুচিও চমৎকার। তার নানা (অভিনেতা আলমগীর) এবং আমার কাছ থেকেই হয়তো পেয়েছে এসব।
আঁখি আলমগীর
আঁখি আলমগীর
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

গানের কথা বলুন।

বৃহস্পতিবার ঈদের জন্য একটি নতুন গান গাইলাম। লোকধাঁচের এই গানের সংগীতায়োজক কিশোর দাশ। বাসা থেকে বের হতে তো ভয়ই লাগে, তাই অল্প কাজ করি।

আঁখি আলমগীর
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

অনেক তো গাইলেন। গাওয়া হয়নি এ রকম কি আছে, যা গাইতে চান?

আমি লোকধাঁচের গান গাইতে চাই না। কারণ, কমফোর্টেবল নই। এই ধাঁচের গানে আলাদা ভয়েজ কোয়ালিটি লাগে। আমার মনে হয়, আমার কণ্ঠটা আধুনিক গানের জন্যই পারফেক্ট। আমার ভেতরে যে আকুলতা ছিল, তা রুনা আন্টি (রুনা লায়লা) পূরণ করে দিয়েছেন। তাঁর সুরের গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমার মনে হয়েছে, ওই ধাঁচের গানই আমি ভালো গাইতে পারি।

আঁখি আলমগীর
ছবি: ফেসবুক থেকে

প্রশ্ন :

দেশ–বিদেশের অনেক মঞ্চে গান গেয়েছেন। কোন মঞ্চে গাওয়ার স্বপ্ন রয়ে গেছে?

যেখানে মঞ্চই অনেক বড় স্টার, সেখানে এখনো কিন্তু কাজ করা হয়নি। লন্ডনের রয়াল অ্যালবার্ট হল ও অস্ট্রেলিয়ার অপেরা হাউস মিলনায়তনে গাওয়ার স্বপ্ন আছে।

আঁখি আলমগীর
ছবি: ফেসবুক থেকে
আমার ভেতরে যে আকুলতা ছিল, তা রুনা আন্টি (রুনা লায়লা) পূরণ করে দিয়েছেন। তাঁর সুরের গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আমার মনে হয়েছে, ওই ধাঁচের গানই আমি ভালো গাইতে পারি।
বাবা আলমগীরের সঙ্গে মেয়ে আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

ঘরোয়া নানা অনুষ্ঠানে আপনার বাবা গান করেন। সবাই তাঁর কণ্ঠের প্রশংসা করেন। বাবার সঙ্গে কোনো গান রেকর্ডের ইচ্ছা হয় না?

বাবা–মেয়ের একটা গান রেকর্ড করা আছে। এনটিভির উদ্যোগে তৈরি গানটি আমিই লিখেছিলাম। এখন যদি কেউ আবার উদ্যোগ নেন, তাহলে অবশ্যই করব। কারণ, আব্বুর সঙ্গে গান গাইতে পারা বিশাল আনন্দের।

আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

স্টেজ শো এবং গানের ভিডিওতে আপনি যেভাবে নাচেন, এখনো কি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান?

সিনেমায় অভিনয়ের প্রস্তাব অনেক আগে থেকেই পাই। সিনেমার পাশাপাশি এখনো নাটকে অভিনয়ের প্রস্তাবও পাই। তবে এসবে আমার কোনো আগ্রহ নেই।

আঁখি আলমগীর
ছবি : সংগৃহীত