সোনাক্ষীর এক যুগ

চলচ্চিত্রে এক যুগ পূর্ণ করেছেন সোনাক্ষী
ছবি : ইনস্টাগ্রাম

বলিউড তারকা সালমান খানের বিপরীতে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক দাপুটে সব চরিত্রে অভিনয় করেছেন এই তারকাকন্যা। চলচ্চিত্রে এক যুগের  সফর নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে কি, এই ১২ বছর কীভাবে কেটে গেল, জানা নেই। আমার কাছে সবকিছু কেমন যেন ঝাপসা।’

সোনাক্ষী সিনহা
ছবি : ইনস্টাগ্রাম

এ পর্যন্ত অভিনীত চরিত্রগুলো প্রসঙ্গে বলেন, ‘আমার প্লেটে নানা রঙের, নানান স্বাদের চরিত্র পরিবেশন করা হয়েছিল। সব কটির স্বাদ উপভোগ করেছি। নতুন নতুন মানুষের সঙ্গে কাজ করেছি, নতুন কিছু না কিছু শিখেছি। সব সময় শিখে যেতে চাই। নিজেকে আরও উন্নত করতে চাই। শেখার ইচ্ছা আমার মধ্যে প্রবল, তাই কাজ উপভোগ করি। কাজই আমার ব্যক্তিত্বকে গড়ে তুলেছে। অনেক কিছু শিখেছি। আগামী দিনে কাজের মাধ্যমে আরও শিখতে চাই।’

সোনাক্ষী সিনহা
ছবি : ইনস্টাগ্রাম

অভিষেক ছবি ‘দাবাং’ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘প্রথম ছবিতেই নায়িকা চরিত্রে সুযোগ পেয়েছি। তখনই রক্তের স্বাদ পেয়ে গেছি। প্রথম ছবির পর থেকেই অভিনেত্রী হিসেবে আত্মবিশ্বাসী ছিলাম। দর্শকও আমাকে খোলামনে স্বাগত জানিয়েছিলেন। আকিরা আমার সামনে অনেকগুলো দরজা খুলে দিয়েছিল। এখন আমি সেই সব চরিত্র লুফে নিই, যেগুলো চ্যালেঞ্জিং। স্বাচ্ছন্দ্যের বাইরে গিয়ে কাজ করতে নিজেকে ক্রমাগত উদ্বুদ্ধ করি। যেসব চরিত্র আগে করিনি, সেগুলো করতে বেশি আগ্রহী।’

বলিউড তারকা সালমান খানের বিপরীতে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা
ছবি : সংগৃহীত

নিজের পরের কাজগুলো সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘সামনে আমাকে নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা যাবে। ‘দহার’-এ পুলিশের চরিত্রে অভিনয় দারুণ উপভোগ করেছি। এই ছবিতে আমার চরিত্রটি খুব শক্তিশালী। ভৌতিক-কমেডি ছবি কাকুডায় অভিনয় করেছি। ছবিতে এক ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। ভৌতিক ঘরানা সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। তবে ব্যক্তিগত জীবনে ভৌতিক ছবি দেখতে ভয় পাই। হাতে আছে ‘ডাবল এক্সএল’-এর মতো ছবি। এই ছবিতে দারুণ এক বার্তা আছে। সবাই এই ছবির মধ্যে নিজেকে খুঁজে পাবে। এভাবে আরও অনেক পথ চলতে চাই।’

আরও পড়ুন