বুসানের রাস্তায় বাংলাদেশের 'অটোবায়োগ্রাফি’ ‘বলী’ ও ‘আগন্তুক’–এর পোস্টার

‘বলী’ ও ‘আগন্তুক’ সিনেমার পোস্টার ইতিমধ্যে শোভা পাচ্ছে বুসানের রাস্তায়
ছবি: কোলাজ

আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়ার গুরত্বপূর্ণ আয়োজনের একটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে এবার প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে অংশ নিয়েছে একসঙ্গে দুই ছবি। এই শাখায় প্রতিযোগিতা করছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ ও বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। এ ছাড়া ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ ছবির বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে ‘জিসোক’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবি তিনটির পোস্টার ইতিমধ্যে শোভা পাচ্ছে বুসানের রাস্তায়।

বুসান চলচ্চিত্র উৎসব ঘিরে এখন বুসানের বিভিন্ন জায়গায় সাজ সাজ রব। আয়োজনস্থলের চারপাশ আরও বেশ আগেই সাজানো হয়েছে। সম্প্রতি সেই রাস্তার দুই পাশ সাজানো হয়েছে উৎসবে অংশ নেওয়া ছবির পোস্টার দিয়ে। সাজসজ্জার অংশ হিসেবে নজর কেড়েছে বাংলাদেশের ছবি বাংলাদেশের পোস্টারও। এসব পোস্টার ও সিনেমার গল্পসংক্ষেপ পড়েই দর্শকেরা সিনেমা দেখতে আগ্রহী হন। এরপর অনলাইনে টিকিট কাটেন। তবে বেশির ভাগ দর্শকই টিকিট পেতে হিমশিম খান। আসনের তুলনায় টিকিটের চাহিদা থাকে বেশি।

জানা যায়, ২৮তম এই আয়োজনে দুটিই সিনেমারই ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। উৎসবে অংশ নেবেন টিমের সদস্যরা। ৭, ৮ ও ৯ অক্টোবর প্রিমিয়ার হবে ‘বলী’র। অন্যদিকে ৭, ৮ ও ১১ তারিখে প্রিমিয়ার হবে ‘আগন্তুক’–এর।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’ সিনেমা
ছবি: ফেসবুক

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’ সিনেমা। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র ফান্ডের একটি হুবার্ট বলস ফান্ডের প্রাথমিক বাছাইয়ে মনোনীত হয় ‘বলী’ (দ্য রেসলার) ছবির চিত্রনাট্য। চূড়ান্ত পর্ব পর্যন্ত লড়েছে ভারতের এনএফডিসি ফিল্মবাজার কো-প্রোডাকশন মার্কেটে। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান। ‘বলী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। গত বছরের এপ্রিল-মে মাসে ‘বলী’ সিনেমার টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। তারও আগে লম্বা সময় নিয়ে চলেছে ছবির অডিশন। চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এ সিনেমায়। বলী খেলা কেন্দ্র করেই এ সিনেমার গল্প।

অন্যদিকে গত বছর ভারতের গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড জিতেছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক’ (দ্য স্ট্রেঞ্জার)। ২০২২ সালের নভেম্বরে হয় ফিল্মবাজার।

‘আগন্তুক’ সিনেমার পোস্টার
ছবি: ফেসবুক

‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। কাজল তার বাবাকে চিনতে পারে না। কারণ, সে অনেক দিন পরপর বাড়িতে আসে। এ নিয়ে সবার মধ্যে চলে মনস্তাত্ত্বিক লড়াই। ফিল্মবাজারের জুরিবোর্ড ছবিটির প্রশংসা করেছে। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান প্রমুখ। ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।

এ বছর সব মিলিয়ে ৬৯টি দেশের ২০৯টি সিনেমা দেখানো হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে ওয়ার্ল্ড ও ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে ৮৭টি সিনেমার। ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ৮০টি সিনেমার। ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে ৭টি সিনেমার। এ ছাড়া কমিউনিটি বুসান ইন্টারন্যাশনাল ফিল্মের বিশেষ ৬০টি সিনেমা দেখানো হবে।

‘অটোবায়োগ্রাফি’ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের জীবনের নানা গল্পই এতে উঠে এসেছে। এশিয়ার গুণী চলচ্চিত্র নির্মাতাদের জন্য এ প্রতিযোগিতা বিভাগ গুরুত্বপূর্ণ। এই শাখায় এশিয়ার মধ্যে আছেন ফিলিপাইনের মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ আরও অনেকে। ৪ অক্টোবর শুরু হবে এবারের বুসান উৎসব, শেষ হবে ১৩ অক্টোবর।