‘আমরা যা হওয়ার হয়েছি, আর আপনি...’ পূর্ণিমার উদ্দেশে চঞ্চল

বিনোদন অঙ্গনের অনেকের মতে, ৪২ বছর পূর্ণ করা পূর্ণিমার বয়স যেন দিন দিন কমছে। মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখানো পূর্ণিমাকে নিয়ে তাই চঞ্চল চৌধুরীর মতো অভিনয়শিল্পীও টিপ্পনী কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান। ১১ জুলাই ঢালিউডের জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দেখে নেওয়া যাক কে কী বললেন।
১ / ৫
নাট্যাভিনেতা চঞ্চল চৌধুরী চলচ্চিত্রে অভিনয় করেও বাজিমাত করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘হাওয়া’ প্রশংসিত হয়েছে। কদিন আগে ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে চঞ্চলের অভিনয়ের খবরটি সবাইকে তাক লাগিয়ে দেয়। এই অভিনেতা চরকি প্রযোজিত ‘মুনসিগিরি’ নামের একটি চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন। তাঁদের দুজনকে নাটকেও অভিনয় করতে দেখা গেছে। পূর্ণিমার তোলা একটি সেলফি নিজের ফেসবুক পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘পূর্ণিমা, অনেক বছর আগে নিজ হাতে এই সেলফিটা তুলেছিলেন। অনেক বছর পার হয়ে গেছে, আমরা যা হওয়ার হয়েছি, আর আপনি?! থাক…না বলি। শুভ জন্মদিন দিলারা হানিফ পূর্ণিমা।’
ছবি : চঞ্চল চৌধুরীর ফেসবুক
২ / ৫
১৯৮১ সালের আজকের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তাঁর শৈশব কাটে সেখানেই। মাত্র ১৩ বছর বয়সে সিনেমার জগতে পা রাখেন। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা, যা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তানভীন সুইটি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়। অনেক ভালোবাসা তোমার জন্য।’
ছবি : সুইটির ফেসবুক
৩ / ৫
পূর্ণিমা নামে দর্শকমহলে পরিচিতি পেলেও তাঁর আসল নাম দিলারা হানিফ রীতা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালো লাগার কারণে ক্লাস নাইনে পড়ার সময় চলচ্চিত্রে অভিনয় শুরু তাঁর। দীর্ঘ অভিনয়জীবনে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মনের মাঝে তুমি’ তাঁর অভিনয়জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যায়। ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিটি দিয়েও দর্শকমনে তাঁর অবস্থান আরও শক্ত হয়। ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির পরিচালক এস এ হক অলিক একটি স্থিরচিত্র পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় অভিনেত্রী। আপনার জীবন অনেক সুন্দর হোক। দুঃখের বিষয়, আপনার সাথে আমার কোনো ছবি নাই। নিজেই বিশ্বাস করতে পারছি না হা হা হা হা...।’
ছবি : এস এ হক অলিকের ফেসবুক
৪ / ৫
পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। ২০১১ সালে বিশ্বকবির প্রয়াণদিবসে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ‘ল্যাবরেটরি’ নাটকে সেঁজুতি চরিত্রে অভিনয় করেন। এরপর নাটকের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাতেও সাফল্য পান এ জনপ্রিয় অভিনেত্রী। পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। ফেসবুকে পূর্ণিমার তোলা সেলফি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে নিপুণ লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় পূর্ণিমা।’
ছবি : নিপুনের ফেসবুক
৫ / ৫
‘প্রিয়তমা’ ছবির জন্য নতুন করে আবার আলোচনায় বাংলাদেশি চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। এই ঢালিউড তারকার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজ থেকে পূর্ণিমাকে জানানো হয়েছে জন্মদিনের শুভেচ্ছা। এসকে ফিল্মস পূর্ণিমার স্থিরচিত্র দিয়ে একটি কার্ড বানিয়ে লিখেছে, ‘সবচেয়ে সুন্দরী পূর্ণিমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।’
ছবি : এসকে ফিল্মসের ফেসবুক