ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস বা কমেন্টস কিছুই করি না...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
দীর্ঘদিন আগের নাটক ‘বাংলা টিচার’। সেই নাটকের ছবি দিয়ে ভক্তরা তৈরি করেছেন মজার কথোপকথন। সেটা নজরে পড়ায় ফেসবুকে পোস্ট করেছেন নাটকের অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্যার বাংলা এতটাই বিশুদ্ধ বলেন, ছাত্রীর অবস্থা ঠিক যেন জলবন্দী ব্যাঙ! কমেন্ট বক্সে ঢুঁ মারলেই আসল মজা!’
ছবি: ফেসবুক
২ / ৫
ছবিটি পোস্ট করে গায়িকা পড়শী লিখেছেন, ‘নোট, একটি হার্টবিট এবং প্রতিটি গান, এর মানেই একটি গল্প।’ গানের পাশাপাশি তিনি অভিনয় করেন। ভালোবাসা দিবসে তাঁর অভিনীত নাটক প্রচারিত হবে।
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেত্রী প্রিয়ম অর্চি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তৈরি হবে না কোনো স্বর্ণকিশোরী। লেখা হবে না “ইচ্ছেডানা”, জন্ম হবে না তানজিলার মতো চরিত্রের—যা লেখা হয়েছিল শত শত কিশোরীকে অনুপ্রাণিত করতে।’
ছবি: ফেসবুক
৪ / ৫
ছবিটি পোস্ট করে অভিনেতা খাইরুল বাসার লিখেছেন, ‘আমার নাম জাকির আলম। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিন্তু এতে আমি কিছুই লিখি না। সেই ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস বা কমেন্টস কিছুই করি না। বলবার আমার কিছুই নেই। কিন্তু দেখবার আছে। আমি কাউকে কিছু বলি না বা কাউকে বিরক্ত করি না, শুধু দেখি। জাকির আলমের গল্প জানার জন্য দেখতে হবে “প্রাকৃতজন।’”
ছবি: ফেসবুক
৫ / ৫
পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটানো উপভোগ করছি।’
ছবি: ফেসবুক