প্রেমিককে সামনে আনলেন জেনিফার

জেনিফার অ্যানিস্টনইনস্টাগ্রাম

জেনিফার অ্যানিস্টন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। আবারও প্রেমে পড়েছেন এই তারকা অভিনেত্রী—বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই চর্চা চলছে।

এবার নিজেই সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার অ্যানিস্টন। প্রেমিককে সামনে আনলেন। প্রেমিকের নাম জিম কার্টিস, তিনি পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।
গত রোববার জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা–কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে।

প্রেমিক জিম কার্টিসের সঙ্গে জেনিফার অ্যানিস্টন
ইনস্টাগ্রাম থেকে

কয়েক মাস ধরেই এই জুটিকে বিভিন্ন আয়োজনে দেখা গেছে, সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জিম কার্টিস। তখন থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল।

দুজনের সম্পর্ক নিয়ে এখনো কেউই সরাসরি কথা বলেননি। কার্টিস ইনস্টাগ্রামে সক্রিয়, তাঁর অনুসারীর সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত ভিডিও পোস্ট করেন।

নব্বইয়ের দশকে টেলিভিশন সিটকম ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন।

আরও পড়ুন
জেনিফার অ্যানিস্টন
রয়টার্স ফাইল ছবি
আরও পড়ুন

ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করেছেন তিনি, ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে। ২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা লুকিয়েই জেনিফার অ্যানিস্টন বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। বিয়ের আগে চার বছর প্রেমও করেছেন এ জুটি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

সেই বিচ্ছেদের পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার অ্যানিস্টন। নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। লেসলি ম্যান, মিরান্ডা কের, জেনা ডিউয়ানসহ বেশ কয়েকজন তারকা অভিনন্দন জানিয়েছেন। কমেডিয়ান অ্যামি শুমার লিখেছেন, ‘দারুণ জুটি।’

‘ব্রুস অলমাইটি’, ‘মারলি অ্যান্ড মি’, ‘হরিবল বসেস’–এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন জেনিফার অ্যানিস্টন। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৩২০ মিলিয়ন ডলার।