আইয়ুব বাচ্চুর স্বপ্নপূরণ, আপ্লুত স্ত্রী

পরিবারের সঙ্গে আইয়ুব বাচ্চুছবি: সংগৃহীত

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্বপ্ন দেখেছিলেন, বছরের একটি দিন হবে ব্যান্ড সংগীতের, তাঁর সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিল চ্যানেল আই। আট বছর ধরে প্রতিবছরের ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ উদ্‌যাপন করা হয়েছে। সেই আয়োজনে এবার চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
বৃহস্পতিবার সকালে চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর স্বপ্নের ‘ব্যান্ড মিউজিক ডে’ ঘোষণা করেছেন চ্যানেল আই ও বামবা। এ আয়োজনের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বৃহস্পতিবার সকালে চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর স্বপ্নের ‘ব্যান্ড মিউজিক ডে’ ঘোষণা করেছেন চ্যানেল আই ও বামবা।
ছবি: সংগৃহীত

এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার। তিনি জানান, আইয়ুব বাচ্চুর স্বপ্ন ছিল দিনটি আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। তাঁর সেই স্বপ্ন আজ পূরণ হলো। মাইক্রোফোন হাতে ফেরদৌস আক্তার বলেন, ‘বাচ্চুর স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার জন্য। আজ বাচ্চু নেই, তবে বাচ্চুর কাজটা তার সঙ্গীরা এত দূর নিয়ে এসেছে, আর্মি স্টেডিয়াম পর্যন্ত। সে জন্য তার সহশিল্পীদের সালাম জানাই।’
এ আয়োজনের অংশ হিসেবে শুক্রবার আর্মি স্টেডিয়ামে ‘ব্যান্ড মিউজিক ফেস্টে’ গাইবে নগরবাউল, মাইলস, সোলস, ওয়ারফেইজ, রেনেসাঁ, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

বাচ্চুর স্ত্রী বলেন, ‘আর্মি স্টেডিয়ামে এমন আয়োজন আপনারা সব সময় চালিয়ে যাবেন। আর সব শিল্পীরা একসাথে থাকবেন। এক ছাতার নিচে থাকবেন। এটা আমার চাওয়া।’
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আগামীতে এই স্বপ্ন আরও বড় হবে, বিশাল হবে। স্বপ্ন পূরণ হবে। অনেক মানুষ যাঁরা ব্যান্ড সংগীত শুনতে ভালোবাসেন, সেই তরুণেরা সব সময় তাঁদের বিনোদনের প্ল্যাটফর্ম খুঁজে পাবেন।’
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘আজ আইয়ুব বাচ্চু নেই, তাঁর স্মৃতি আছে। এই মানুষটির যে স্বপ্নটি ছিল, সেই স্বপ্নে হাতে হাত দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে ব্যান্ড মিউজিক ডের আয়োজন শুরু হয়। সেই যাত্রার শুরু থেকে যাঁরা সাথে ছিলেন, তাঁদের অভিনন্দন জানাতে চাই।’
কনসার্টের প্রকল্প পরিচালক ইজাজ খান প্রথম আলোকে জানান, শুক্রবার দুপুর ১২টায় কনসার্টের ভেন্যুর দ্বার খুলে দেওয়া হবে, বেলা আড়াইটার মধ্যে কনসার্ট শুরু হবে। কনসার্ট শেষ হবে রাত ১১টার দিকে। www. getsetrock. com-এর ওয়েবসাইটে লগইন করে টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।