আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি না...

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারা বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। প্রকাশ করেন মনের ভাবও। কেউ প্রতিদিন করেন, কেউবা কিছুদিন পরপর। বাংলাদেশি বিনোদন অঙ্গনের কয়েকজন তারকার ফেসবুকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
১ / ৫
মাঝে কিছুদিন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা জীবনের কঠিন সময় পার করেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে তাঁর স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী স্ট্রোক করেন। ফারুকী সেরে ওঠার পর তাঁদের একমাত্র কন্যাসন্তান ইলহামও অসুস্থ হয়ে পড়ে। এসব নিয়ে তিশাকে কঠিন সময় পার করতে হয়েছে। এখন তাঁরা সবাই ভালো আছেন। ফারকীও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে নির্ভার আছেন তিশাও। ফেসবুকে ফারুকীর তোলা এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘অনেক দিন পর সে আমার পোর্ট্রেট তুলেছে। আমি এই ছবিটা খুব ভালোবাসি।’
২ / ৫
একসময়ের ব্যস্ত চলচ্চিত্র নায়িকা শাহনূর। এখন হঠাৎ হঠাৎ চলচ্চিত্রে দেখা গেলেও রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত দেখা যায়। তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনেও তাঁর উপস্থিতি বেশ সরব। এই ঢালিউড তারকা ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আত্মসম্মানবোধ মানে, গরম-গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাক উঁচু স্বভাবও নয়। আত্মসম্মানবোধ মানে, যা কিছু আমাকে ছোট করে, তা থেকে দূরে থাকা। এটাকে সেলফ রেসপেক্ট বলে।’
৩ / ৫
অভিনয়শিল্পী লারা লোটাস এই স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি না, আমি তাদের সঙ্গে তাদের মতোই ব্যবহার করি।’
৪ / ৫
দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান মাঝে ভীষণ ব্যস্ত সময় পার করেছেন। ছবির শুটিং ও নতুন ছবি মুক্তি উপলক্ষে দেশে ও দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এমনকি তাঁর অভিনীত চলচ্চিত্র দেশের বাইরে একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। ভালোবাসার ইমোজি দিয়ে জয়া তাঁর ফেসবুকে এটিসহ একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন।
৫ / ৫
বেশ কিছুদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় নিয়ে খবরে নেই নুসরাত ফারিয়া। কী করছেন, তা–ও জানাচ্ছেন না কাউকে। মাঝে অবশ্য সংসদ সদস্য হওয়ার দৌড়েও শামিল হয়েছিলেন। তাই তো সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ফারিয়ার সে আশা পূরণ হয়নি। এই ঢালিউড তারকা ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো’।