জ্বীন–এর সিকুয়েল: প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে স্মরণ

আহমেদ রুবেল
খালেদ সরকার

গত ফেব্রুয়ারির ৭ তারিখে মারা যান অভিনেতা আহমেদ রুবেল। প্রয়াত এই অভিনেতার মুক্তির অপেক্ষায় রয়েছে শেষ সিনেমা ‘মোনা: জ্বীন-২’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রয়াত অভিনেতাকে সিনেমাটি উৎসর্গ করা হয়েছে। আগামী ঈদের মুক্তির তালিকায় রয়েছে এই সিনেমা।

জানা যায়, ‘মোনা: জ্বীন-২’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। প্রযোজক আবদুল আজীজ বলেন, দেশের গুরুত্বপূর্ণ অভিনেতাদের একজন ছিলেন আহমেদ রুবেল। নিঃসন্দেহে তিনি শক্তিশালী অভিনেতা। সেই স্বাক্ষর রেখে গিয়েছেন ‘মোনা: জ্বীন-২’–এ। সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। এটাই আহমেদ রুবেল ভাইয়ের শেষ সিনেমা।

‘মোনা জ্বীন–’ তে অভিনয় করেছেন আহমেদ রুবেল।
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির ৯ তারিখ মুক্তি পায় ‘পেয়ারার সুবাস’ সিনেমা। তার দুই দিন আগে সিনেমাটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে। প্রিমিয়ার শোতে অংশ নেওয়ার সময় হঠাৎ গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন আহমেদ রুবেল। সঙ্গে সঙ্গে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে জানা যায় তিনি প্রয়াত হয়েছেন।

‘পেয়ারার সুবাস’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আহমেদ
ছবি: সংগৃহীত

আহমেদ রুবেল অভিনীত সিনেমাটিতে উঠে এসেছে জামালপুরের একটি গ্রামের গল্প। সেখানে এক ব্যক্তির বাড়িতে ‘অদৃশ্য’ কিছুর উৎপাত। ফলে বাড়ির মালিক সেই বাড়ি ছেড়ে দেন। পরবর্তী সময়ে বাড়িটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভাড়া দেন। একসময় ছাত্র ও শিক্ষকেরাও সে বাড়িটি ছেড়ে দেন পরিস্থিতির শিকার হয়ে। হরর ঘরানার সিনেমাটিতে উঠে এসেছে প্রতিশোধের গল্প। এর আগে ‘জ্বীন’ সিনেমাটিতেও ছিল নানা রহস্য। গত বছর সিনেমাটি মুক্তি পায়। ‘মোনা: জ্বীন-২’–এ অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাসার, সুপ্রভাত প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।