এল ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র

তিথির অসুখ
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
তিথির এমন এক অসুখ হয়েছে যে সে অদ্ভুত সব স্বপ্ন দেখে। স্বপ্নের ভেতরে যাকেই সে মরে যেতে দেখে, বাস্তবেও তিনি মারা যান। এটা কি আদৌ কোনো অসুখ, নাকি অন্য কিছু? ওয়েব ফিল্ম তিথির অসুখ-এ এবার অজানা কিছু অদ্ভুত রহস্য নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ৪ নভেম্বর রাতে এটি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, ইয়াশ রোহান প্রমুখ।

জয় ভীম
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
দক্ষিণি অভিনেতা সুরিয়া অভিনীত ছবি জয় ভীম। ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই ছবি। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক গর্ভবতী নারী তাঁর স্বামীকে মরিয়া হয়ে খুঁজতে থাকেন। পুলিশি হেফাজত থেকে তাঁর স্বামী নিখোঁজ হয়েছেন। উচ্চ আদালতের একজন আইনজীবী এগিয়ে আসেন। যাতে ওই নারী তাঁর স্বামীকে খুঁজে পান এবং আদালতে ন্যায়বিচার পান।

অক্কর বক্কর রফু চক্কর
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আমাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ভার্গব শর্মা ব্যাংকে চাকরি করতেন। একসময় চাকরি হারান তিনি। কেউ তার পাশে দাঁড়ায় না, এমনকি নিজের কর্মস্থলও নয়। নানা রকম জালিয়াতির খবর পড়তে পড়তে ভার্গব ও তার আরেক বন্ধু সিদ্ধান্ত নেন একটা ভুয়া ব্যাংক চালু করার। মানুষ সেখানে টাকা জমা করলে তারা সেগুলো নিয়ে পালিয়ে যাবেন। সিরিজটিতে অভিনয় করেছেন ভিকি অরোরা, অনুজ রামপাল, মোহন অগাসে, শিশির শর্মা, মনীশ চৌধুরী প্রমুখ।

মীনাক্ষী সুন্দরেশ্বর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্সে
দিনক্ষণ: চলমান
ক্যারিয়ারের জন্য নববিবাহিত এক দম্পতিকে দুই শহরে থাকতে হয়। শারীরিক এই দূরত্ব কীভাবে তাদের মনের ওপর প্রভাব ফেলে, এই ছবিতে দেখা যাবে সেই গল্প। ছবির পরিচালক বিবেক সোনি জানিয়েছেন, ছবির গল্প সত্যিকারের কোনো ঘটনা নয়, তবে সমাজে ছড়িয়ে থাকা এ রকম নানা ঘটনার নির্যাস থেকেই এই ছবি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা ও অভিমন্যু দাসানি।

স্পেশাল অপস ১.৫: দ্য হিম্মত স্টোরি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১২ নভেম্বর
গত বছর মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পায় সিরিজ স্পেশাল অপস। এবার আসছে পরের মৌসুম স্পেশাল অপস ১.৫: দ্য হিম্মত স্টোরি। এই সিরিজে অভিনয় করেছেন আফতাব শিবদাসানি, আদিল খান, বিনয় পাঠক প্রমুখ। পরিচালনা করেছেন নীরাজ পান্ডে ও শিব নায়ার। হিম্মত সিং কীভাবে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (‘র’) এজেন্ট হয়ে উঠলেন, সেই গল্পই দেখা যাবে এই মৌসুমে।