ছবিতে জানা–অজানা মেরিল স্ট্রিপ
মেরিল স্ট্রিপকে বলা হয় এই প্রজন্মের সেরা অভিনেত্রী। বছরের পর বছর অস্কারের মধ্যমণি হয়ে আছেন তিনি। সেরা নারী অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার দেওয়া হবে, আর মেরিল স্ট্রিপের নাম নেওয়া হবে না, তা হয়নি অনেক দিন। হলিউড, হলিউডের সিনেমা ও হলিউডের অভিনেতা-অভিনেত্রী নিয়ে যাদের মোটামুটি ভালো ধারণা আছে, তাদের জন্য মেরিল স্ট্রিপ নামটির সঙ্গে পরিচিত না থাকাটা প্রায় অসম্ভব। তার অভাবনীয় খ্যাতি ও অর্জনের দিকে তাকালে উঠতি ও সাফল্য অন্বেষণকারী অভিনয়শিল্পীরা একইসাথে অনুপ্রাণিত ও ঈর্ষান্বিত হতে বাধ্য। আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন। এ দিনে চলুন তাঁকে নিয়ে কিছু তথ্য আবার জানি।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১