জ্যাকের জন্য রোজের কান্না

পুরোনো বন্ধুকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট
সংগৃহীত

তিন বছর পর দেখা। পুরোনো বন্ধুকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। পুরোনো বন্ধু আর কেউ নন। ‘টাইটানিক’-এর সহশিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও।
সেই ১৯৯৭ সালের কথা। ব্লকবাস্টার সিনেমা ‘টাইটানিক’–এর রোমান্টিক জুটি হিসেবে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন এই জুটি। তার পর থেকে ভক্তদের মনে রোমান্টিক জুটি হিসেবে থাকলেও আদতে তাঁরা ভীষণ ভালো বন্ধু। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে কেট বলেছেন, দীর্ঘদিন পর পুরোনো বন্ধুকে পেয়ে কান্না দমিয়ে রাখতে পারেননি এই অভিনেত্রী। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে কেট উইন্সলেটের দেখা হয়।

করোনা যেমন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তেমনি নষ্ট করেছে মানুষের সম্পর্কও। দীর্ঘদিন চলাফেরায় বিধিনিষেধ থাকায় দেখা হয়নি প্রিয়জনদের সঙ্গে। কেট উইন্সলেটের বেলায় ঘটেছে তা–ই। ব্রিটিশ এই অভিনেত্রীর তাই প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে সময় লাগল তিন বছর।

তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল সেই ‘টাইটানিক’–এর শুটিংয়ের সময়ে
সংগৃহীত

‘আমার জীবনের অর্ধেক সময় ধরে তাঁকে চিনি। এটা এমন নয় যে আমি নিউইয়র্কে আছি অথবা সে লন্ডনে। আর আমাদের কোনো রাতের খাবার কিংবা কফির আসরে দেখা হয়ে গেল। আমরা নিজেদের দেশ থেকে বেরোতে পারছিলাম না। কোভিডের কারণে আমরা একে অপরকে খুব মিস করেছি।’ বলেন কেট উইন্সলেট। তিনি আরও বলেন, লিওনার্দো ডিক্যাপ্রিও তাঁর বন্ধু। খুবই কাছের বন্ধু।

আসলেই কেটের কাছে লিও বেশ ভালো বন্ধু। সেই বন্ধুত্ব শুরু হয়েছিল সেই ‘টাইটানিক’–এর শুটিংয়ের সময়ে। এর আগে এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বলেছিলেন কেট। মার্কিন গণমাধ্যম পিপলকে তিনি বলেন, ‘ও খুবই খাঁটি ও দায়িত্বশীল মানুষ। ও আমার দারুণ বন্ধু। সব সময় বন্ধু হিসেবে ছিল। শুধু আমার কাছেই দারুণ বন্ধু নয়, প্রত্যেকেই ওকে ঘিরে থাকত। যখন আমরা ‘টাইটানিক’ ছবিতে কাজ করি, সেই সময়ের অনেকেই এখনো তাঁর বন্ধু হিসেবেই আছে।’

কেট উইন্সলেটকে দেখা যাবে ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার টু’ ছবিতে
ইনস্টাগ্রাম

লিওনার্দো ডিক্যাপ্রিওকে দেখা যাচ্ছে ‘ডোন্ট লুক আপ’ ছবিতে। সেই ছবিতে তিনি একজন বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছেন। আর কেট উইন্সলেটকে দেখা যাবে ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার টু’ ছবিতে।