অ্যাডিসন রে স্টারলিং
ইনস্টাগ্রাম

ভিডিও তৈরি ও প্রকাশের অ্যাপ টিকটক নিয়ে নানাজনের নানা মত। এ নিয়ে হাসিঠাট্টা, তর্কবিতর্ক তো কম হলো না। তবে যাঁরা টিকটক ব্যবহারকারীদের নিয়ে এত দিন উপহাস করতেন, তাঁদের এখন একটু নড়েচড়ে বসতে হবে। এই অ্যাপের ব্যবহারকারীরা শুধু হাসির পাত্র নন, এখান থেকে অনেকেই পাচ্ছেন বড় বড় সুযোগ। টিকটকে জনপ্রিয়তা পেয়ে হলিউড পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। বলছি জনপ্রিয় মার্কিন ‘টিকটকার’ অ্যাডিসন রে স্টারলিংয়ের কথা। সম্প্রতি হলিউডের ১৯৯৯ সালের আলোচিত ছবি সি’জ অল দ্যাট-এ অভিনয়ের সুযোগ পেলেন এই টিকটক তারকা।

অ্যাডিসন রে
ইনস্টাগ্রাম

অ্যাডিসন রে স্টারলিং মূলত টিকটক অ্যাপটির মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। বর্তমানে টিকটকে ১৯ বছর বয়সী এই তরুণীর অনুসারীর সংখ্যা প্রায় ছয় কোটি। ২০১৯ সালে টিকটক থেকে তাঁর আয় ছিল ৫০ লাখ মার্কিন ডলার। টিকটকের বদৌলতে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যাও অনেক বড় বড় তারকাকে ছাড়িয়ে যায়। গত সপ্তাহে অ্যাডিসন হলিউডে নাম লেখানোর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বলেন, ‘অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। ধন্যবাদ আমার ভক্ত-অনুসারীদের, তাঁদের জন্য এই স্বপ্নপূরণ হওয়া। তোমাদের অনেক ভালোবাসি।’

অ্যাডিসন রে
ইনস্টাগ্রাম

সি’জ অল দ্যাট ছবিটি ১৯৯৯ সালে মুক্তির পর বেশ আলোচিত হয়। ছবিটিকে ঘিরে আলোচনা-সমালোচনা দুই-ই ছিল। ছবির গল্প একজন সুদর্শন ছেলেকে নিয়ে, যে একজন সাদামাটা মেয়েকে আকর্ষণীয় রূপে সবার সামনে তুলে ধরার চেষ্টায় নানা কিছু করে। এবারের ছবিটির নাম হবে হি’জ অল দ্যাট। নতুন ছবির গল্পের চরিত্রগুলো কিছুটা বদলে যাবে। সুদর্শন ছেলেকে দেখানো হবে সাদামাটা, বোকাসোকা চরিত্রে। আর মেয়েটি হবে আকর্ষণীয় ও জনপ্রিয় একজন, ঠিক বাস্তবজীবনে অ্যাডিসন যেমন। টিকটকে চটপটে ও জনপ্রিয়। পুরোনো ছবিতে অভিনয় করেছিলেন ফ্রেডি প্রিঞ্জ জুনিয়র, র‌্যাচেল লেই কুক, ম্যাথিউ লিলিয়ার্ড এবং প্রয়াত পল ওয়াকার। নতুন ছবিতে পল তো আর ফিরতে পারবেন না, তবে বাকি শিল্পীদের দেখা যেতে পারে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্স টিকটক ব্যবহারকারীদের ভেতর এরই মধ্যে অ্যাডিসনের হলিউড–যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে। তবে সিনেমাপ্রেমীদের কেউ কেউ আবার অ্যাডিসনকে ছবিতে নেওয়ায় মনঃক্ষুণ্ন হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জোর সমালোচনা, অ্যাডিসনকে এ ছবিতে নেওয়া হলে নাকি একটি ‘কাল্ট’ ছবিকে নষ্ট করে ফেলা হবে। যদিও অ্যাডিসনের ছয় কোটি অনুসারীর ভালোবাসার সামনে এই একচিলতে বিতর্ক এখনো কিছুই নয়। সূত্র: ভ্যারাইটি