ডিজেল খেপেছিলেন, রক হেসেছিলেন

ডোয়াইন ‘দ্য রক’ জনসনের ওপর একবার খেপেছিলেন ভিন ডিজেল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিয়ে বসেছিলেন জনসন। সম্প্রতি সেই রাগারাগির পেছনের গল্পটা আরেকটু বিস্তারিত করে জানিয়েছেন জনসন।

‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকীর প্রচ্ছদ প্রতিবেদনে জনসন বলেছেন ঠিক কী ঘটেছিল! ২০১৭ সালের ছবি ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’–এর শুটিংয়ে ঘটেছিল সেই ঘটনা। ২০১৬ সালে শুটিংয়ের পরপর ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি একটি ছবি পোস্ট করেন। ছবিটির সঙ্গে লেখেন, ‘কিছু (পুরুষ সহশিল্পী) আছেন, যাঁরা বেশ দৃঢ়চেতা এবং সত্যিকার পেশাদার মানুষের মতো আচরণ করেন আর কিছু আছেন করেন না।’ পরে অবশ্য পোস্টটি তিনি মুছে দেন। তখন ধারণা করা হয়েছিল ডিজেলকে ইঙ্গিত করেই কথাটা বলেছেন রক। কিন্তু কেন এমন কথা লিখেছিলেন তিনি?

ভ্যানিটি ফেয়ারকে জনসন বলেন, ‘অনেকে আবার আমাকে ধন্যবাদ জানিয়ে মেসেজ দিতে শুরু করল। যদিও আমার সেটা লেখা উচিত হয়নি। দিন শেষে সেটা আমার বিরুদ্ধেই যায়।’

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজির লুক হব্‌স চরিত্রে অভিনয় করেছেন জনসন। ফ্রাঞ্চাইজির প্রযোজক হিসেবে ডিজেলের মনে হয়েছিল জনসনের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়া দরকার।

মেনস্ হেলথ সাময়িকীকে বলেন, ‘ওই চরিত্রটি ফুটিয়ে তোলা যথেষ্ট কঠিন কাজ ছিল। আমার কাজ ছিল অভিনয়শিল্পীদের কাছ থেকে কাজটা বের করে আনা। প্রযোজক হিসেবে আমি এমন একজনকে নিয়েছি যে রেসলিংয়ের লোক। সিনেমাজগৎ আর দর্শকদের সামনে এমন একটা লোককে এমন এক চরিত্রে উপস্থাপন করতে যাচ্ছি, যা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যেন তাদের একটা বার্তা দিচ্ছি,—হবস তোমাদের সেই রকম এক ধাক্কা দেবে!’

ডিজেলের এ কথাগুলো মনে করিয়ে দিতেই জনসন বলেন, ‘আমি সিনেমাজগতের মানুষ নই। আমি এসেছি একটা ভিন্ন জায়গা থেকে, একটা ভিন্ন পরিবেশ ও সংস্কৃতিতে আমি বেড়ে উঠেছি। সিনেমায় কাজ করলে আমি নিজের সবটুকু শ্রম ঢেলে দিই। যখন যেখানে মনে হয় একটু বেশি শ্রম দিতে হয়, একটু বাড়তি যত্ন দরকার, আমি সেটুকুও দিই। বিষয়টা কিন্তু খুবই সহজ। আমি যখন ডিজেলের ওই কথাগুলো পড়লাম, হাসলাম। বেশ জোরে জোরে হাসলাম।’