পুরস্কার পেলেন যারা

সর্বোচ্চ পুরস্কার পিপল চয়েস জিতে নিয়েছে যুক্তরাজ্যের সাদাকালো সিনেমা বেলফাস্ট
ছবি: আইএমডিবি

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (টিফ) সর্বোচ্চ পুরস্কার পিপল চয়েস জিতে নিয়েছে যুক্তরাজ্যের সাদাকালো সিনেমা বেলফাস্ট। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা কেনেথ ব্রানা। ১৮টি শাখায় পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ সময় ১৯ সেপ্টেম্বর রাতে টরন্টো উৎসবের পর্দা নামে।

উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার পিপল চয়েস ডকুমেন্টারি জিতেছে ‘দ্য রেসকিউ’
ছবি: আইএমডিবি

উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার পিপল চয়েস ডকুমেন্টারি জিতেছে ‘দ্য রেসকিউ’। থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ। ২০১৮ সালের ২৩ জুনের সেই ঘটনা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছিল। দলে থাকা ১৩ জনকে উদ্ধারের গল্প যৌথভাবে পর্দায় তুলে ধরেছেন পরিচালক ই চাই ভাসারহেলি ও জিমি চিন। ২০১৯ সালে তাঁরা যৌথভাবে ফ্রি সলো নামে তথ্যচিত্র বানিয়ে অস্কার বাগিয়েছিলেন।

পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস জিতেছে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জেতা তিতান
ছবি: টুইটার

এ ছাড়া পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস জিতেছে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জেতা তিতান। ফরাসি ছবিটি নির্মাণ করছেন জুলিয়া দুকুরনো। টিফে অভিনেত্রী পুরস্কার জিতেছেন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। টমি ফের জীবন নিয়ে তৈরি দ্য আইজ অব টেমি ফে তাঁকে এই পুরস্কার এনে দিয়েছে। দ্য পাওয়ার অব দ্য ডগ সিনেমায় কাজ করে অভিনেতার পুরস্কার জিতেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এই সিনেমাটি দিয়েই এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন ক্যাম্পিয়ন।

টিফে অভিনেত্রী পুরস্কার জিতেছেন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
ছবি: এএফপি

এ ছাড়া অভিনেত্রী ডিওন ওয়ারউইক: ডোন্ট মেক মি ওভার সিনেমায় অভিনয় করে স্পেশাল ট্রিবিউট অ্যাওয়ার্ড জিতেছেন ডিওন ওয়ারউইক। আলোচিত কল্পবিজ্ঞান উপন্যাস অবলম্বনে তৈরি ডিউন দিয়ে এবার্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড জিতেছেন ডেনিস ভিলেনভ, ইমার্জিং ট্যালেন্ট পুরস্কার জিতেছেন নারী নির্মাতা ডেনিস গুলে। ক্যারিয়ারের প্রথম সিনেমা নাইট রেইডার্স দিয়ে বাজিমাত করেছেন তিনি। ২০১৩ সালে বেয়ারফুট সিনেমা দিয়ে বার্লিনে স্বল্পদৈর্ঘ্য শাখায় সেরা পুরস্কার জিতেছিলেন এই নির্মাতা।
টরন্টো উৎসবের বৈশিষ্ট্যই হচ্ছে প্রধান পুরস্কারগুলো দর্শক ভোটে নির্বাচিত হয়। সিনেমা দেখে পছন্দের ছবিটিকে ভোট দিতে পারেন দর্শক। ৯ সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হয়ে চলে ১০ দিন। ৯ সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হয়ে চলে ১০ দিন।