প্রথম চুমু তাই...

জেন্ডায়া
ইনস্টাগ্রাম

তখন পর্যন্ত বাস্তবে কারও ঠোঁটে ঠোঁট ছোঁয়াননি জেন্ডায়া। তাই ক্যামেরার সামনে প্রথমবার যখন তাঁকে কাজটা করতে বলা হলো, ফিরিয়ে দিয়েছিলেন। অতটুকু বয়স! ১৪ কি ১৫ বছর! প্রিয়জনকে ভালোবাসা জানানোর এমন একটা কাজ প্রথমবার কিনা ক্যামেরার সামনে করতে হবে! রাজি হননি এই হলিউড অভিনেত্রী।

ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব দিনকে নতুন করে স্মরণ করলেন জেন্ডায়া, ‘শেক ইট আপ সিরিজের কথা মনে পড়ে। আমার শুধু মনে হচ্ছিল, এ আমি পারব না। তার চেয়ে আমি বরং তাঁর গালে চুমু খাব। কারণ, জীবনে কখনো এর আগে চুমু খাইনি। তাই ক্যামেরার সামনে চুমু খেতে চাইনি।

জেন্ডায়া
ইনস্টাগ্রাম

এসবই ১০ বছর আগের কথা। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজনির টিভি সিরিজ শেক ইট আপ-এ রকি ব্লু চরিত্রে তাঁকে দেখা গেছে। তবে এখন আর ছোটটি নেই জেন্ডায়া। প্রেম করছেন দিব্যি। ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ডের সঙ্গে তাঁর চুমুর ভিডিও অনলাইনে আলোচনার ঝড় তুলেছে। তবে কি সত্যিই প্রেম করছেন তাঁরা? ভক্তদের মনে এই প্রশ্ন। এই জল্পনা শেষ না হতেই পয়লা সেপ্টেম্বর ২৫তম জন্মদিনে প্রেমিকা জেন্ডায়ার একটা ছবি দিয়ে ব্যাপারটা যেন খোলাসাই করলেন টম।

জেন্ডায়া
এএফপি