ভালো ছবি মোটে ৫টি!
২০ বছরের ওপরে ক্যারিয়ার। ৪০টির ওপর ছবি। তার মধ্যে ভালো ছবি মোটে পাঁচটি! কোনো সমালোচকের কথা না। নিজেই নিজের কাজের এই মূল্যায়ন করেছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।
‘স্পেন্সার’ ছবিতে প্রিন্সেস ডায়ানার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক-সমালোচক—উভয়েরই প্রশংসা কুড়িয়েছেন সম্প্রতি। শুধু এই ছবি কেন, আরও অনেক ছবিতেই দারুণ অভিনয় করেছেন তিনি। তবু তাঁর কাছে দুর্দান্ত ছবির সংখ্যা নগণ্য। ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে স্টুয়ার্টের অকপট স্বীকারোক্তি, ‘৪৫ কি ৫০টি ছবির মধ্যে সম্ভবত ৫টি দারুণ ছবি করেছি।’
ক্রিস্টেন স্টুয়ার্টকে প্রশ্ন করা হয়েছিল, নির্দিষ্ট করে কোন ছবিগুলো তাঁর ভালো লেগেছে? ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘আমি অলিভিয়ে অ্যাসায়াসের ছবি পছন্দ করি। আমার ক্রেডিট তালিকার দিকে তাকাতে হবে। তবে ভালো ছবির সংখ্যা খুবই বিরল।’
তবে ওই সাক্ষাৎকারে এটাও জানিয়েছেন, কেন কিছু ছবি তাঁর কাছে ভালো লাগেনি। তিনি বলেন, ‘তার মানে এই নয় যে অন্যদের সঙ্গে ছবি করার অভিজ্ঞতা খারাপ। কিছু ছবি নিয়ে আমার খেদ আছে, সেটা ছবিগুলোর ফলাফলের জন্য নয়, বরং এই জন্য যে ছবিগুলোতে কোনো মজা ছিল না। তবে যখন কোনো সিনেমার মাঝখানে বোঝা যায় যে এটি খারাপ ছবি হতে যাচ্ছে, তাহলে এর থেকে খারাপ আর কিছু হয় না। তবু ছবি শেষ না হওয়া অবধি ভালো করার চেষ্টা চালিয়ে গেছি সবাই।’
কোন ছবিগুলো স্টুয়ার্টের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ছবি? এমন প্রশ্নের জবাবে জানান, না, না। তিনি কোনো নির্মাতার নাম নিতে চান না। তিনি বলেন, ‘আমি কাউকে নিয়ে বাইরে বলতে চাই না।’ স্টুয়ার্ট খুলে বলেন, এটা কারও সঙ্গে প্রেম করার মতো। কারও সঙ্গে প্রেম করতে গেলেন। মনে হলো, ওয়াও কী দারুণ। কী করছেন বুঝতে পারছেন না। হুট করেই মাঝপথে যেমন সেই সম্পর্ক ভেঙে ফেলা যায় না, তেমনি সিনেমার মাঝপথেও হুট করে সিনেমা ছেড়ে দেওয়া যায় না।
তবে এখন থেকে ছবি বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক ক্রিস্টেন স্টুয়ার্ট। কেবল সে ছবিগুলোই করবেন, যেগুলো তাঁকে অন্য রকম অভিজ্ঞতা দেবে।