মিইসি জানতেন না, তিনিই মারবেন নাইট কিংকে

মিইসি উইলিয়ামসইনস্টাগ্রাম

গেম অব থ্রোনস ধারাবাহিক যতটা জনপ্রিয়, ততটাই জনপ্রিয় এই ধরাবাহিকের চরিত্র আরিয়া স্টার্ক। আরিয়ার চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন মিইসি উইলিয়ামস। গেম অব থ্রোনস মিইসি উইলিয়ামসকে ভক্তদের কাছে পৌঁছে দিয়েছিল। যদিও এই ধারাবাহিকের শেষ পর্ব নিয়ে ভক্তরা যেমন আশ্চর্য হয়েছেন, তেমনি হয়েছেন বিরক্তও। শেষ মৌসুমে আরিয়া স্টার্ক অর্থাৎ মিইসি উইলিয়ামসের হাতে খুন হয় নাইট কিং। কিন্তু মিইসি নাকি জানতেন না, তাঁর হাতেই খুন হবেন ধারাবাহিকের এই প্রধান খলনায়ক।

মিইসি উইলিয়ামস
ইনস্টাগ্রাম

সম্প্রতি এক সাক্ষাৎকারে এটি জানা গেল। মিইসি জানান, যখন স্ক্রিপ্ট ব্রেকডাউন করা হয়, তখনও তিনি জানতেন না যে তাঁর হাতেই খুন হবে নাইট কিং। মিইসি বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না, নাইট কিংকে কে হত্যা করবে? কারণ, এটা নাইট কিং। ধারাবাহিকের কেন্দ্রীয় খলনায়ক। তাকে হত্যা করা! আমি শুধু রোমাঞ্চিত ছিলাম। সত্যিকার অর্থে রোমাঞ্চিত।’

গেম অব থ্রোনস–ভক্তরা শেষ মৌসুম নিয়ে বিরক্ত হলেও মিইসির কাছে বেশ ভালোই লেগেছে। তিনি বলেন, ‘আমি খুবই খুশি এভাবে শেষ হওয়ায়। খুব সুন্দর ছিল শেষটা। এর থেকে সুন্দর আর হতে পারে না।’

আরও পড়ুন
আমার কোনো ধারণাই ছিল না, নাইট কিংকে কে হত্যা করবে? কারণ, এটা নাইট কিং। ধারাবাহিকের কেন্দ্রীয় খলনায়ক। তাকে হত্যা করা! আমি শুধু রোমাঞ্চিত ছিলাম। সত্যিকার অর্থে রোমাঞ্চিত।
মিইসি উইলিয়ামস, অভিনেত্রী
আরিয়া স্টার্ক চরিত্রে মিইসি
ইনস্টাগ্রাম

ধারাবাহিকটিতে ছোট্ট আরিয়ার অভিনয় ভক্তদের মনে এখনো লেগে আছে। সম্প্রতি মিইসি জানালেন, তাঁর পছন্দ ভৌতিক ছবি। তাঁর থ্রিলার ছবি দ্য ওউনারস আসছে। ছবির প্রচারে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন এই অভিনেত্রী। ভ্যারাইটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মিইসি বলেন, ‘আমি পাণ্ডুলিপিটি খুবই পছন্দ করেছি। এটা ৯০ দশকের সময়কে নিয়ে।’

জুলিয়া বার্গ ছবিটি পরিচালনা করেছেন। মিইসি আরও বলেন, ‘আমি শুধুই একটি মনস্তাত্ত্বিক থ্রিলারে অভিনয় করেছি। বেশ মজার এসব ছবিতে অভিনয় করা। আমি সব সময়ই এই ঘরানার ছবি পছন্দ করি।’

মিইসি উইলিয়ামসকে দেখা গেছে মার্ভেলের টিন সুপারহিরো দ্য নিউ মুটান্টস ছবিতে। সূত্র: ইনসাইডার

মিইসি উইলিয়ামস
ইনস্টাগ্রাম