১০-এ ৩.৮ পেয়েও কেন সেরা পাঁচে জায়গা পেল সিনেমাটি

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। আসুন, জেনে নিই এই সপ্তাহের সেরা ৫ সিনেমার তালিকায় কোন সিনেমাগুলো রয়েছে।  
১ / ৫
অ্যান্থলজি সিরিজ ট্রু ডিটেকটিভ ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। ৮.৯ রেটিং পাওয়া এই সিনেমাটি অল্প সময়ে প্রায় সাড়ে ৬ লাখ ভক্তের ভোট পেয়েছে। এটিই রয়েছে শীর্ষে।
ছবি: আইএমডিবি
২ / ৫
অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও বৈজ্ঞানিক কল্পকাহিনি জনরার সিনেমা ‘ম্যাডাম ওয়েব’। ডকোটা জনসন অভিনীত সিনেমাটির রেটিং মাত্র ৩.৮। তবুও সিনেমাটি দেখার তালিকায় ২ নম্বরে রয়েছে। ধারণা করা হচ্ছে ডকোটার সিনেমা কম রেটিং নিয়ে ভক্তদের আগ্রহের কারণ জানতেই ভক্তরা আইএমডিবিতে ঢুঁ মারছেন।
ছবি: আইএমডিবি
৩ / ৫
নিকোল টেলর পরিচালিত কমেডি ড্রামা ও রোমান্টিক ওয়েব সিরিজ ‘ওয়ান ডে’। সিনেমার গল্পে দেখা যাবে এমা ও ডেস্কার প্রথমবার গ্র্যাজুয়েশনের রাতে দেখা হয়। সেই রাতেই তাঁরা আবার বিচ্ছিন্ন হয়ে পড়েন। সিনেমায় লিও এবং অ্যাম্বিকার অভিনয় পছন্দ করেছেন ভক্তরা। এটি ১৫ হাজার ভক্তের ভোটে ৮.২ রেটিং নিয়ে ৩ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ৫
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। আগামী জুলাই মাসের ২৬ তারিখ মুক্তি পাবে। এর মধ্যে মারভেলের এই সিনেমাটি নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। ভক্তরা সিনেমাটি আগে ‘ওয়াচলিস্টে’ রাখছেন। এটি ৪ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৫ / ৫
অস্কারে ১১টি শাখায় মনোনয়ন পেয়েছে ‘পুওর থিংস’ সিনেমা। বাফটায় পাঁচটি শাখায় পুরস্কার জিতেছে। সেই সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে স্বাভাবিক। এই সিনেমাটির আইএমডিবি এই সপ্তাহের সিনেমার মধ্যে জনপ্রিয়তায় ৫ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি