বাড়িভাড়া দেওয়ার টাকা ছিল না এই অভিনেত্রীর

ডাকোটা জনসন। রয়টার্স

বাবা ডন জনসন, মা মেলানি গ্রিফিত—দুজনই হলিউড সুপরিচিত অভিনয়শিল্পী। তাঁদের কন্যা ডাকোটা জনসনও অভিনয়ে এসে নাম কামিয়েছেন। তবে এই ডাকোটাই একটা সময় অর্থকষ্টে ভুগেছেন। সেটা এতটাই যে ঘরভাড়া দেওয়ার টাকা পর্যন্ত ছিল না তাঁর।

ডাকোটাকে সামনে দেখা যাবে নতুন সিনেমা ‘ম্যাটেরিয়ালিস্টস’-এ। ছবির সহ-অভিনেতা পেদ্রো প্যাসকালের সঙ্গে এল ইউকে-কে এক সাক্ষাৎকার দিয়েছেন ডাকোটা। সেখানেই নিজের কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন ডাকোটা। তিনি জানন, নিউইয়র্কের বিখ্যাত পারফর্মিং আর্টস স্কুলে ভর্তি হতে না পারায় তাঁকে টাকা দেওয়া বন্ধ দিয়েছিলেন বাবা ডন জনসন।

‘আমি ভর্তি হতে পারিনি, আর আমার বাবা আমাকে টাকা করা বন্ধ করে দেন। তখনই অডিশন দিতে শুরু করি। সম্ভবত ১৯ বছর বয়সে “দ্য সোশ্যাল নেটওয়ার্ক”-এ কাজ করি, তারপর ছোটখাটো কিছু কাজ পেতে থাকি,’ বলেন ডাকোটা।

ডাকোটা জনসন। রয়টার্স

সেই সময়ের বর্ণনা দিয়ে ডাকোটা আরও বলেন, ‘কয়েক বছর খুব কষ্ট করে টিকেছিলাম। বাজারে গিয়ে দেখতাম অ্যাকাউন্টে টাকা নেই, কিংবা বাড়িভাড়াও দিতে পারি না—তখন বাধ্য হয়ে মা–বাবার সাহায্য নিতে হতো। এটা মোটেও আনন্দদায়ক কিছু ছিল না।’

তখন প্রচুর অডিশন দিয়েছেন, অনেক প্রকল্প থেকে বাদও পড়েছেন। ডাকোটা এ প্রসঙ্গে বলেন, ‘আপনিও জানেন, এই অডিশন প্রক্রিয়া আসলেই একদম জঘন্য।’
ডাকোটা জনসন ও পেদ্রো প্যাসকালের সঙ্গে ‘ম্যাটেরিয়ালিস্টস’ ছবিতে রয়েছেন ক্রিস ইভান্সও। রোমান্টিক-ড্রামা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৩ জুন।

আরও পড়ুন