মোটর সাইকেল দুর্ঘটনায় ২৭ বছর বয়সেই চলে গেলেন হলিউড অভিনেতা

চ্যান্স পেরদোমো। আইএমডিবি

টিভি সিরিজ ‘জেন ভি’ ও ‘চিলিং অ্যাডভেঞ্চারস অব সাবরিনা’ দিয়ে পরিচিতি পাওয়া তরুণ অভিনেতা চ্যান্স পেরদোমো মারা গেছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে, জানিয়েছে মার্কিন চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ধারাটি।

আরও পড়ুন

গত শনিবার এক বিবৃতিতে এই ব্রিটিশ-আমেরিকান তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, এক মোটরসাইকেল দুর্ঘটনায় চ্যান্স পেরদোমোর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি। এই কঠিন সময়ে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি।’

তবে দুর্ঘটনাটি কবে, কোথায় ঘটেছিল, তা স্পষ্ট নয়। এ সম্পর্কে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগও ভ্যারাইটিকে জানাতে পারেনি।

চ্যান্স পেরদোমো। ইনস্টাগ্রাম থেকে

১৯৯৬ সালের ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেস জন্ম হয় চ্যান্স পেরদোমোর। পরে মায়ের সঙ্গে ছোটবেলাতেই যুক্তরাজ্যে চলে আসেন তিনি। অভিনয় শেখার আগ্রহ থেকেই ভর্তি হন লন্ডনের ন্যাশনাল ইয়ুথ থিয়েটারে।

পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেন পেরদোমোর। তবে সিনেমার চেয়ে টিভি সিরিজ দিয়ে তিনি বেশি পরিচিতি পান।
নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওতে দুই সিরিজ ‘চিলিং অ্যাডভেঞ্চার অব সাবরিনা’ ও ‘জেন ভি’ তাঁর সবচেয়ে আলোচিত দুই কাজ।