অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত ‘ডাই হার্ড’ তারকা ব্রুস উইলস

ব্রুস উইলস
এএফপি ফাইল ছবি

ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন হলিউড অ্যাকশন তারকা ব্রুস উইলস। গতকাল বৃহস্পতিবার তাঁর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে তাঁর পরিবার জানায়, ‘অবশেষে সঠিক রোগ নির্ণয় করা স্বস্তির।’

গত বছর ৬৭ বছর বয়সী এই অভিনেতা অ্যাফেসিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, যা বক্তৃতা করতে অসুবিধা সৃষ্টি করে। তখন তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিনয় ছাড়বেন ব্রুস উইলস। আরও পরীক্ষা-নিরীক্ষার পর এখন সুনির্দিষ্টভাবে জানানো হলো তাঁর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার কথা।

ব্রুস উইলস
এএফপি ফাইল ছবি

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন ব্রুস উইলস, যা ৬০ বছরের কম বয়সী মানুষের মধ্যে ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ।

এই রোগের কোনো চিকিৎসা নেই জানিয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘বর্তমানে এই রোগের জন্য কোনো চিকিত্সা নেই, একটি বাস্তবতা যা আমরা আশা করি সামনের বছরগুলোতে পরিবর্তন হতে পারে।’

‘ডাই হার্ড’, ‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’, ‘পাল্প ফিকশন’–এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করে আশি ও নব্বইয়ের দশকে সারা দুনিয়ায় ব্যাপক পরিচিতি পান ব্রুস উইলস।

তিনি পাঁচটি গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছেন, ‘মুনলাইটিং’-এর জন্য একটি জিতেছেন। এ ছাড়া তাঁর ঝুলিতে আছে দুটি এমি পুরস্কার।

ব্রুস উইলসের কথা জানানোর পর ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা বাড়াবে বলেও তাঁর পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

বলা হয়, ‘ব্রুস সব সময় বিশ্বে তাঁর কণ্ঠস্বর ব্যবহার করে অন্যদের সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করতেন।’

‘ডাই হার্ড’–এ ব্রুস উইলস
ছবি : সংগৃহীত

বিবৃতিতে উইলিসের পরিবারের সদস্যরা স্বাক্ষর করেছেন। যার মধ্যে আছে ব্রুস উইলসের বর্তমান স্ত্রী এমা হেমিং, সাবেক স্ত্রী অভিনেত্রী ডেমি মুর ও সন্তানেরা।
ইউকে এনএইচএস ওয়েবসাইট অনুসারে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগের একটি ‘অস্বাভাবিক’ রূপ, যা রোগীর আচরণ ও ভাষা নিয়ে সমস্যা সৃষ্টি করে।

আরও পড়ুন