সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অস্টিন বাটলার, কলিন ফেরেল, ব্রেন্ডন ফ্রেজার, পল ম্যাসক্যাল ও বিল নাই। এই পাঁচ তারকার মধ্যে প্রথম আলো অস্কার–পূর্ব জরিপে ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ব্রেন্ডন ফ্রেজার। ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রী শাখার মনোনয়ন পেয়েছেন কেট ব্লানচেট, আনা ডে আরমাস, মিশেল উইলিয়ামস, মিশেল ইয়ো ও আন্দ্রেয়া রাইজবরো। ৬৯ শতাংশ দর্শক মনে করেন, মিশেল ইয়োর হাতে যাবে অস্কার।
গুণী সব পরিচালক এবার অস্কারে মনোনয়ন বাগিয়েছেন। তাঁদের মধ্যে যদিও কোনো নারী নির্মাতা নেই। এই মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছেন মার্টিন ম্যাকডোনা, ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট, স্টিভেন স্পিলবার্গ, টড ফিল্ড এবং রুবেন অস্টলান্ড। প্রথম আলোর ‘অস্কার–পূর্ব পাঠক জরিপ’–এ ৬১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট।
সমগ্র বিশ্ব থেকে অস্কার প্রতিবছর সিনেমা নেয়। এসব সিনেমাকে সেরা আন্তর্জাতিক সিনেমা শাখায় মূল্যায়ন করে। বিশ্বের দর্শকদের কাছে এই শাখার ছবি নিয়ে তুমুল আগ্রহ থাকে। এবার জার্মান থেকে মনোনয়ন পেয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, আর্জেন্টিনার ছবি ‘আর্জেন্টিনা, ১৯৮৫’, বেলজিয়ামের সিনেমা ‘ক্লোজ’, পোল্যান্ডের সিনেমা ‘ইয়ো’ ও আয়ারল্যান্ডের সিনেমা ‘দ্য কোয়ায়েট গার্ল’। সিনেমাগুলোর মধ্যে প্রথম আলোর পাঠক এগিয়ে রেখেছেন ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ সিনেমাটি। ৫৪ শতাংশ ভোটার সিনেমাটিকে ভোট দিয়ে এগিয়ে রেখেছেন। কারা শেষ হাসি হাসবেন, সেটা মিলিয়ে দেখার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে পাঠকদের।