এ সিনেমায় শুধু একটি অশ্লীল শব্দই ব্যবহৃত হয়েছিল ২৬৫ বার...

সাড়া জাগানো সিনেমা ‘পাল্প ফিকশন’ মুক্তির তিন দশক পার করল। সিনেমার অন্যতম অভিনেতা জন ট্রাভোল্টা অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটিতে জানিয়েছেন, সিনেমাটি নিয়ে তাঁদের প্রত্যাশা একদমই ছিল না। সেই সিনেমা অস্কার পাবে ভাবেননি। পরে অস্কার পেয়ে চমকে দেয় ভক্তদের। সিনেমাটির জানা–অজানা তথ্য জেনে নিতে পারেন।
১ / ৫
১৯৯৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র সাড়ে ৮ মিলিয়ন ডলার বাজেটে তৈরি। সেই সিনেমা ৩০ বছর আগে ২১৩ মিলিয়ন ডলার আয় করে তাক লাগিয়ে দেয়।
ছবি: আইএমডিবি
২ / ৫
সিনেমার খল অভিনেতা মার্সেলাস ওয়ালেস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সিনেমাটির একটি প্রিমিয়ারে ছিলেন। ধারণা করেছিলেন সিনেমাটি কিছুই হয়নি, হতাশও হয়েছিলেন। পরে দর্শকেরা সিনেমাটির প্রশংসা করলে ক্রমেই ধারণা ভুল হতে থাকে।
ছবি: আইএমডিবি
৩ / ৫
সিনেমাটিতে বেশ কিছু জায়গায় অসংলগ্ন, অশ্লীল দৃশ্য ও শব্দ ছিল, যা সবাইকে নিয়ে দেখার মতো নয়। যে কারণে সিনেমাটি নিয়ে সমালোচনাও হয়েছিল। সিনেমায় শুধু একটি অশ্লীল শব্দই ব্যবহৃত হয় ২৬৫ বার। শব্দটি প্রকাশের অযোগ্য।
ছবি: আইএমডিবি
৪ / ৫
সিনেমাটি এখনো আইএমডিবির তালিকায় শীর্ষ ৮ নম্বরে জায়গা দখল করে রেখেছে। সিনেমাটির রেটিং ৮.৯। ভোট দিয়েছেন ২৩ লাখ দর্শক।
ছবি: আইএমডিবি
৫ / ৫
সিনেমার পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সেরা একটি সিনেমা। সিনেমাটি পরবর্তী সময়ে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের তালিকায় সেরা সিনেমা হিসেবে ৯৪তম স্থানে জায়গা পায়। স্যামুয়েল জে জ্যাকসন, ব্রুস উইলিস, উমা থারম্যান অভিনীত সিনেমাটি অস্কার, কানসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পায়।
ছবি: আইএমডিবি