১৪৮ দিন পর ধর্মঘট প্রত্যাহার

পারিশ্রমিক বাড়ানোসহ বিভিন্ন দাবিতে পাঁচ মাস ধরে আন্দোলন করে আসছিলেন লেখকেরা। এএফপি ফাইল ছবি

মাসের পর মাস যায়, আলোচনাও হয়; কিন্তু হলিউডের অচলাবস্থার অবসান আর হয় না। হলিউডের ধর্মঘটের জেরে জৌলুশহীন হয়ে পড়েছিল চলচ্চিত্র উৎসব, একের পর এক মুক্তি পিছিয়েছে বড় বাজেটের সিনেমাগুলো। অবশেষে ১৪৮ দিন পর প্রত্যাহার করা হলো হলিউডের লেখকদের ধর্মঘট।

আরও পড়ুন

এএফপি জানিয়েছে, গত মঙ্গলবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রাইটার্স গিল্ড অব আমেরিকার নেতারা। লেখকদের পারিশ্রমিক নিয়ে হলিউডের স্টুডিওগুলোর নতুন প্রস্তাবের পর এই ঘোষণা এল।

লেখকদের সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্টুডিওগুলোর নতুন চুক্তির পক্ষে ভোট দিয়েছেন সংগঠনের পরিচালকেরা। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আগামী ২ থেকে ৯ অক্টোবরের মধ্যে নতুন চুক্তি নিয়ে লেখকদের সংগঠনের সদস্যরা ভোট দেবেন। তাই ধর্মঘট নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ, ১১ হাজার ৫০০ সদস্যের বেশি যদি প্রস্তাবিত নতুন চুক্তির বিপক্ষে ভোট দেন, তখন কী হবে? তাত্ত্বিকভাবে তাই ধর্মঘট প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা থাকলেও বেশির ভাগ বিশ্লেষক মনে করছেন, হলিউডের ধর্মঘট কার্যত শেষ হয়েছে।

চলতি বছরের মে মাসে পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন লেখকেরা। তাঁদের অভিযোগ ছিল, ওটিটি প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় সিরিজ এবং সোপগুলোর জন্য লেখকদের ইনসেনটিভ দিচ্ছে না। স্টুডিওগুলো টাকা বাঁচাতে স্ক্রিপ্টের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই ব্যবহারের চেষ্টা করছে। ফলে গত ২ মে থেকে ধর্মঘটে যান তাঁরা। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো প্রায় পাঁচ মাসের চলা অনিশ্চয়তা।