default-image

এবারের ভেনিস চলচ্চিত্রে উৎসবে মুক্তির পর ছবিটিতে আরমাসের অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে। তবে ছবি মুক্তি আগে অভিনেত্রীর চিন্তায় ছবির ‘নগ্ন দৃশ্য’।

আরমাসের আশঙ্কা মুক্তির পর ‘ব্লন্ড’-এর নগ্ন দৃশ্যগুলো আলাদাভাবে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়বে। আরমাস বলেন, ‘আমি জানি, কী ভাইরাল হতে যাচ্ছে এবং এটা খুবই বিরক্তকর। এটা নিয়ে আমি হতাশ, তবে বিষয়টি তো নিয়ন্ত্রণ করতে পারব না।’

default-image

এর আগে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘ব্লন্ড’-এ নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন কেবল মনরোর জন্যই। অন্য কোনো সিনেমা হলে কোনোভাবেই রাজি হতেন না। চলতি বছর ভেনিসে ছবিটির প্রিমিয়ারের পর ১৪ মিনিট ধরে দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান।

default-image

‘ব্লন্ড’ তৈরি হচ্ছে জয়েস ক্যারল ওটসের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। আরমাস জানান, পর্দায় মনরো হয়ে উঠতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তিনি, ‘আমি জয়েসের উপন্যাস পড়েছি। তাঁর শত শত আলোকচিত্র, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড ও সিনেমা দেখেছি। সিনেমার প্রতিটি দৃশ্যই তাঁর কোনো না কোনো আলোকচিত্র প্রেরণায় তৈরি।’ ‘বন্ড’-এর পরিচালক অ্যান্ড্রু ডোমিনিক, অন্যতম প্রযোজক ব্র্যাড পিট।

হলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন