এমিজয়ী নির্মাতা এলিয়েনর কপোলা মারা গেছেন

এলিয়েনর। ছবি: আইএমডিবি

অস্কারজয়ী পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার স্ত্রী, এমিজয়ী নির্মাতা এলিয়েনর কপোলা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খবর ভ্যারাইটির।

এলিয়েনর কপোলার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার কালিফোর্নিয়ার রাদারফোর্ডের বাসায় এই পরিচালকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই পরিচালকের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

‘হার্টস অব ডার্কনেস: আ ফিল্ম মেকারস অ্যাপোক্যালিপস’ তথ্যচিত্র নির্মাণের সুবাদে ১৯৯২ সালে এমি অ্যাওয়ার্ড পেয়েছেন এলিয়েনর।

ফ্রান্সিস ফোর্ড কপোলার ও এলিয়েনর
ছবি: এএফপি

স্বামী ফ্রান্সিস ফোর্ড কপোলার আলোচিত সিনেমা ‘অ্যাপোক্যালিপস নাউ’–এর সঙ্গে যুক্ত ছিলেন এলিয়েনর। সিনেমাটির বিহাইন্ড দ্য শুট নিয়ে তথ্যচিত্র নির্মাণ করে পরিচিতি পেয়েছেন এলিয়েনর। এই তথ্যচিত্র দিয়েই এলিয়েনরের নির্মাতা হিসেবে অভিষেক ঘটে।

এর আগে ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এলিয়েনর কপোলা বলেছিলেন, ‘তথ্যচিত্র দিয়েই আমার নির্মাণ শুরু হয়। তার আগে আমার তেমন কোনো ধারণাই ছিল না যে কীভাবে একটি তথ্যচিত্র বানাতে হয়। তবে আমি ৭০–এর দশকে কিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছিলাম। ফিলিপাইন থেকে ক্যামেরা নিয়েছিলাম, সেটার ভিউ ফাইন্ডারে চোখ দিয়েই আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। মনে হয়েছিল, আমিও তো তৈরি করতে পারি। কারণ, আমি শুট করতে ভালোবাসি।’

‘হার্টস অব ডার্কনেস: আ ফিল্ম মেকারস অ্যাপোক্যালিপস’ তথ্যচিত্রের পোস্টার।

লস অ্যাঞ্জেলেসে ১৯৩৬ সালের ৪ মে জন্ম এলিয়েনরের। তিনি ডিজাইনের ওপর পড়াশোনা করেছেন। ‘ডিমেনশিয়া ১৩’ সিনেমার শুটিংয়ের সময় ফ্রান্সিস ফোর্ড কপোলার সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা ১৯৬৩ সালে বিয়ে করেন।

এলিয়েনরের প্রথম সিনেমা ছিল ‘প্যারিস ক্যান ওয়েট’। ২০১৬ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এলিয়েনরের সর্বশেষ সিনেমা ছিল ‘লাভ ইজ লাভ ইজ লাভ’।