বিশ্বের ধনী ১৪ তারকার মধ্যে বিশেষ মিল

বিশ্বের ধনী তারকাদের মধ্যে মিল থাকবে, এটাই স্বাভাবিক। কারণ, সবারই অঢেল অর্থ রয়েছে। তবে শীর্ষ শতাধিক ধনীর তালিকায় থাকা হলিউড, বলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকাদের মধ্য অর্থ নিয়ে রয়েছে বিশেষ মিল। ছবিতে একনজরে দেখে নিতে পারেন বিশ্বের ধনী ১৪ তারকার মধ্যে বিশেষ সেই মিলটি?
১ / ৭
শীর্ষ ধনী ৫০ তারকার মধ্যে ৩৪তম অবস্থানে রয়েছেন বলিউড তারকা সালমান খান। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার।
এএনআই
২ / ৭
হলিউড অভিনেতা ব্রুস উইলিস এ তালিকায় রয়েছেন ৩৫ নম্বরে। রোমান্টিক ও কমেডিয়ান–খ্যাত এই অভিনেতার অর্থের পরিমাণও একই। তিনি ২৫০ মিলিয়ন ডলারের মালিক।
৩ / ৭
ধনী দম্পতি হিসেবেও পরিচিত জাস্টিন টিম্বারলেক ও জেসিকা বিল। ধনী ৫০ তারকার তালিকায় ৩৬ নম্বরে রয়েছেন জেসিকা বিল। তাঁর সম্পদের পরিমাণও ২৫০ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৪ / ৭
হংকংয়ের অভিনেতা জেট লি এই তালিকায় ৩৭ নম্বরে জায়গা পেয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণও ২৫০ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৫ / ৭
নব্বইয়ের দশক থেকে সিনেমায় নিয়মিত জন ট্রাভোল্টা। ‘পালফিকশন’ সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া এই তারকা এখন আয়ে ধনী তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর সম্পদের পরিমাণও ২৫০ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৬ / ৭
টেলিভিশন দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী জুলিয়া লুই-ড্রাইফাস। ‘স্যাটারডে নাইট লাইভ’ তাঁকে আলোচনায় নিয়ে আসে। সফল এই অভিনেত্রী পরে সিনেমাতেও নাম লেখান। তাঁর সম্পদের পরিমাণও একই, ২৫০ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৭ / ৭
জুলিয়া রবার্টকে বলা হয় ব্যাংকেবল অ্যাক্টরস। তাঁর ক্যারিয়ারে রয়েছে একাধিক সফল সিনেমা। তিন দশকের ক্যারিয়ারে ঝুলিতে রয়েছে অস্কার পুরস্কারও। তাঁর সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার। দ্রষ্টব্য: এসব তারকার সবারই সম্পদের পরিমাণ ২৫০ মিলিয়ন ডলার। সূত্র নিউইয়র্ক টাইমস।
ছবি: আইএমডিবি