অজানা গল্পের ঝাঁপি খুললেন অ্যান

অ্যান হ্যাথওয়ে। রয়টার্স

দীর্ঘদিন পর সাক্ষাৎকার দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে। মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এই সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা অজানা দিক নিয়ে কথা বলেছেন ৪১ বছর বয়সী অভিনেত্রী।

আরও পড়ুন

আলোচিত এই সাক্ষাৎকারে অ্যান হ্যাথওয়ে জানিয়েছেন, নির্মাতা ক্রিস্টোফার নোলানের কারণেই তাঁর ক্যারিয়ার বেঁচে গেছে। ২০১৩ সালে লা মিজারেবলস সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো অস্কার পান অ্যান। এরপর থেকেই অনলাইনে বিদ্রূপের শিকার হন অভিনেত্রী।

অ্যান জানান, অন্তর্জালে তাঁকে নিয়ে সেই সময়ে চলা বিদ্রূপের কারণে অনেক স্টুডিও তাঁকে সিনেমায় নেয়নি। এ প্রসঙ্গে অ্যান বলেন, ‘আমাকে নিয়ে নেতিবাচক প্রচারণার কারণে অনেকেই সিনেমায় নিতে চাইতেন না। এটা পুরোপুরি হয়েছিল অন্তর্জালে বিষবাষ্প ছড়ানোর কারণে।’

‘ইন্টারস্টেলার’ ছবিতে অ্যান হ্যাথওয়ে। আইএমডিবি

তবে পরিচালক ক্রিস্টোফার নোলান আস্থা রেখেছিলেন অ্যানের ওপর। ক্যারিয়ারে এই ব্রিটিশ নির্মাতার ভূমিকা নিয়ে অ্যান বলেন, ‘ক্রিস্টোফার নোলানের মতো দেবদূত ছিলেন, যিনি কারও কথায় পাত্তা না দিয়ে আমাকে দুর্দান্ত চরিত্রে সুযোগ দেন। যেটা ছিল (‘ইন্টারস্টেলার’) আমার ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র।’ অভিনেত্রী আরও জানান, ওই সময়ে নোলানের সমর্থন না পেলে তাঁর ক্যারিয়ার হয়তো গতি হারাত।

ভ্যানিটি ফেয়ার-এর সঙ্গে একই সাক্ষাৎকারে আরও একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন অ্যান। তিনি জানান, মঞ্চে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয়ের সময় গর্ভপাত হয়েছিল তাঁর। অ্যান হ্যাথওয়ে বলেন, ‘প্রথম গর্ভধারণ আমার জন্য ফলপ্রসূ হয়নি। আমি একটা নাটকে অভিনয় করছিলাম। চরিত্রটিও ছিল অন্তঃসত্ত্বা নারীর, প্রতিরাতেই আমাকে সন্তান জন্মদানের অভিনয় করতে হতো।’

অভিনেত্রী জানান, গর্ভপাত হওয়ার পরও ছয় সপ্তাহ নাটকে অভিনয় করেন। তবে কাউকে সেটা বুঝতে দেননি, এমন ভাব করেছিলেন, যেন সব ঠিক আছে। কেবল নাটক দেখতে আসা তাঁর বন্ধুদের বলেছিলেন।

২০১৫ সালে গ্রাউন্ডেড নামে নাটকে অভিনয় করেন অ্যান, যেখানে তাঁকে অন্তঃসত্ত্বা বৈমানিকের চরিত্রে দেখা যায়। ছয় সপ্তাহ ধরে চলেছিল নাটকটির প্রদর্শনী। যেখানে প্রতি শোতেই তাঁকে সন্তান জন্মদানের অভিনয় করতে হয়।
এর পরের বছরের মার্চে প্রথম সন্তান জনাথনের জন্ম দেন অ্যান, ২০১৯ সালে এক ইনস্টাগ্রাম পোস্টে আবারও অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন।
সাক্ষাৎকারে অ্যান আরও বলেন, গর্ভপাত নিয়ে কথা বলে মোটেও লজ্জিত নন তিনি। কারণ, এটি একটি স্বাভাবিক ঘটনা। তাঁর অনেক বন্ধুও এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।