১৯৮৭ সালে ৩২ দিন জেল খেটেছিলেন অস্কারজয়ী এই অভিনেতা
কিশোর চরিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন তিনি। সময়টা ১৯৭৪ সাল। সিরিজটির নাম ‘লিটল হাউস অব দ্য প্রেইরি’। সেই টেলিভিশন সিরিজের টাইটেলে তাঁর নাম ছিল না। সেই অভিনেতাই ক্যারিয়ারে দুবার অস্কার জয় করেছেন। তিনবার পেয়েছেন মনোনয়ন। আজ ১৭ আগস্ট এই এই হলিউড অভিনেতার জন্মদিন। তাঁর নাম শন পেন।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬