১৯৮৭ সালে ৩২ দিন জেল খেটেছিলেন অস্কারজয়ী এই অভিনেতা

কিশোর চরিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন তিনি। সময়টা ১৯৭৪ সাল। সিরিজটির নাম ‘লিটল হাউস অব দ্য প্রেইরি’। সেই টেলিভিশন সিরিজের টাইটেলে তাঁর নাম ছিল না। সেই অভিনেতাই ক্যারিয়ারে দুবার অস্কার জয় করেছেন। তিনবার পেয়েছেন মনোনয়ন। আজ ১৭ আগস্ট এই এই হলিউড অভিনেতার জন্মদিন। তাঁর নাম শন পেন।
১ / ৬
১৯৬০ সালে তাঁর জন্ম। এই অভিনেতার মা ছিলেন অভিনেত্রী এলিন রায়ান। তাঁর বাবা ছিলেন পরিচালক ও অভিনেতা লিও পেন। মা-বাবাকে দেখেই তাঁর অভিনয়ে আসা। তাঁর ভাইও অভিনেতা।
ছবি: আইএমডিবি
২ / ৬
কিশোর বয়সে ১৯৭৪ সালে ‘লিটল হাউস অব দ্য প্রেইরি’ টিভি সিরিজ দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। সেই সিরিজের টাইটেলে তাঁর নাম ছিল না। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ডেড ম্যান ওয়াকিং’, ‘২১ গ্রামস’, ‘মিল্ক’, ‘মিস্টিক রিভার’ ইত্যাদি।
ছবি: আইএমডিবি
৩ / ৬
দুবার তিনি অস্কার পুরস্কার পেয়েছেন। তাঁকে এ সম্মাননা এনে দিয়েছিল ‘মিস্টিক রিভার’ ও ‘মিল্ক’ সিনেমা। তিনিই একমাত্র অভিনেতা, যিনি একই পরিচালক উডি অ্যালেনের দুই সিনেমা দিয়ে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
ছবি: আইএমডিবি
৪ / ৬
হলিউড অভিনয়শিল্পীদের মধ্যে বেশ কিছু কারণে তিনি বিতর্কিত অভিনেতা আবার একই সঙ্গে মেধাবী অভিনয়শিল্পী। ১৯৮৭ সালে তিনি একজন জুনিয়র অভিনয়শিল্পীর গায়ে হাত তোলার কারণে ৩২ দিন জেলে ছিলেন। গাড়ি নিয়েও তিনি একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন। এসব বেশির ভাগই দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য।
ছবি: আইএমডিবি
৫ / ৬
মানবিক কাজেও তিনি জড়িত। ২০১০ সালে হাইতিতে ভূমিকম্প হলে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহায়তা করার জন্য ছুটে যান।
ছবি: আইএমডিবি
৬ / ৬
প্রতিটি সিনেমা থেকে তিনি পারিশ্রমিক নেন ছয় মিলিয়ন ডলার। তাঁর সম্পদের পরিমাণ ৭৫ মিলিয়ন ডলার। ছবি: আইএমডিবি