গোল্ডেন গ্লোবে আর যা হলো

গোল্ডেন গ্লোবের বিভিন্ন শাখায় পুরস্কার বিজয়ীরা। কোলাজ
গত বছরের ২১ জুলাই অদ্ভুত এক সিনেম্যাটিক দ্বৈরথের সাক্ষী হয়েছিল বিনোদন–দুনিয়া—একই দিনে মুক্তি পেয়েছিল দুই হেভিওয়েট সিনেমা ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’। মুক্তির আগেই সিনেমা দুটি নিয়ে ভক্ত, সমর্থকদের চর্চায় জমজমাট হয়ে উঠেছিল অন্তর্জাল। বক্স অফিস থেকে পুরস্কার অনুষ্ঠান—ক্রিস্টোফার নোলান ও গ্রেটা গারউইগের সিনেমার দ্বৈরথ অব্যাহত ছিল। বক্স অফিসে ব্যবহার নিরিখে এগিয়ে ছিল বার্বি, তবে বছরের প্রথম পুরস্কার গোল্ডেন গ্লোবে সবাইকে টেক্কা দিয়েছে ‘ওপেনহেইমার’।
ওপেনহেইমার–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

অথচ গত মাসে যখন ৮১তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা করা হয়, তখন বাজি ছিল বার্বির পক্ষেই। কারণ, টিভি সিরিজ সাকসেশন-এর সঙ্গে আসরের সর্বোচ্চ নয়টি মনোনয়ন বাগিয়েছিল মার্গো রবি ও রায়ান গসলিং অভিনীত সিনেমাটি।

কিলিয়ান মার্ফি
এএফপি

কিন্তু গতকাল সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ব্রেভারলি হিলসে যখন পুরস্কার ঘোষণা শুরু হলো, তখন এগিয়ে যেতে থাকল ‘ওপেনহেইমার’; শেষ পর্যন্ত আসর সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতল ক্রিস্টোফার নোলানের ছবিটি।

‘নিবেদন অন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি’
এবারের আসরে মোশন পিকচার-ড্রামা বিভাগের সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতেছে আণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমা ‘ওপেনহেইমার’।

ক্রিস্টোফার নোলান
এএফপি

সেরা পরিচালকের পুরস্কার গ্রহণ করে দেওয়া বক্তব্যে নোলান স্মরণ করেন প্রয়াত অভিনেতা হিথ লেজারকে। সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করে ওপেনহেইমারের চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি প্রশংসায় ভাসান নির্মাতাকে। তিনি বলেন, ‘ক্রিস্টোফার নোলানের সেটে পা দেওয়ার পরই মনে হয়, তাঁর ব্যাপারটা আলাদা। আমার মনোযোগ, নিবেদন অন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি।’

আরও পড়ুন

লিলির ইতিহাস, এমার বাজিমাত
‘সিনেমার কেন্দ্রীয় চরিত্র বেলা ব্যাক্সটার এক দুর্দান্ত সৃষ্টি, এমা স্টোন ছাড়া চরিত্রটি পর্দায় তুলে ধরা সম্ভব হতো না। এটি আসলে তাঁরই সিনেমা—ক্যামেরার সামনে ও ক্যামেরার পেছনে,’ ভেনিস উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জেতার পর এভাবেই ‘পুওর থিংস’ অভিনেত্রী এমা স্টোনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন পরিচালক ইয়োর্গস লান্থিমোস। এবার গোল্ডেন গ্লোবের মিউজিক্যাল ও কমেডি বিভাগে সেরা অভিনেত্রী হলেন এমা।

এমা স্টোন
এএফপি

‘দ্য ফেভারিট’-এর পর ‘পুওর থিংস’-এ সুযোগ দেওয়ার জন্য পুরস্কার পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।

অন্যদিকে ইতিহাস গড়েছেন লিলি গ্লাডস্টোন। ড্রামা ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়েছেন তিনি। লিলিই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রথম অভিনেত্রী, যিনি এ বিভাগে পুরস্কার জিতলেন।

লিলি গ্লাডস্টোন
এএফপি

মার্টিন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ অভিনয় করে এ স্বীকৃতি পেলেন তিনি। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমার জনগোষ্ঠীর স্বপ্ন পূরণের মতো, যারা নিজেদের গল্প তুলে ধরতে চায়। আমি যে খুব কৃতজ্ঞ। কারণ, এ আসরে নিজের ভাষায় কিছু বলতে পারছি।’

এবারের যত চমক
সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনীত হয়ে মাত্র দুটিতে ‘বার্বি’র পুরস্কার জেতা—নিঃসন্দেহে এবার গোল্ডেন গ্লোবের বড় চমক। একইভাবে মার্গো রবি, টেলর সুইফটের পুরস্কার না জেতায় অবাক হয়েছেন অনেকে।

টেলর সুইফট
এএফপি

অন্যদিকে টিভি ক্যাটাগরিতে মেরিল স্ট্রিপকে পেছনে ফেলে পুরস্কার জিতে চমকে দিয়েছেন এলিজাবেথ ডেবিকি। ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’কে হারিয়ে অ্যানিমেশন বিভাগে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’-এর পুরস্কার জেতাও ছিল বড় চমক।

স্টিভেন ইয়ুন ও আলী ওয়াং
এএফপি

আলী ও স্টিভেনের রেকর্ড
গত বছরের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তির পর আলোচিত হয় ‘বিফ’। সিরিজটির দুই অভিনয়শিল্পী আলী ওয়াং ও স্টিভেন ইয়ুন গড়লেন ইতিহাস। মিনি সিরিজ অথবা টেলিভিশন ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেতা, অভিনেত্রী হয়েছেন তাঁরা। এই ক্যাটাগরিতে প্রথম এশীয় বংশোদ্ভূত অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতলেন এই দুজন। সিরিজের পাত্র–পাত্রী তো বটেই, পুরস্কার জিতে সাবেক স্বামীর প্রতিও কৃতজ্ঞতা জানান ওয়াং। তিনি বলেন, ‘তাঁর কারণেই আমি কর্মজীবী মা হিসেবে কাজ করতে পেরেছি।’

জেনিফার লরেন্স
এএফপি

লরেন্সের রসিকতা
মিউজিক্যাল ও কমেডি সিনেমার সেরা অভিনেত্রী বিভাগে ফান্টাসিয়া ব্যারিনো, নাটালি পোর্টম্যান, আলমা পোয়েসতি, মার্গো রবি, এমা স্টোনদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন জেনিফার লরেন্সও। যখন মনোনয়ন ঘোষণা করা হয়, তখন লরেন্সকে বলতে শোনা যায়, ‘পুরস্কার না জিততে পারলে আমি বেরিয়ে যাব।’ এটা ছিল স্রেফ রসিকতা, যা শোনার পর হাসির রোল ওঠে। শেষ পর্যন্ত পুরস্কারটি জেতেন এমা।

দুই বন্ধুর পুনর্মিলনী
বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন পর্দার বাইরে ঘনিষ্ঠ বন্ধু। গোল্ডেন গ্লোবের মঞ্চে একসঙ্গে পাওয়া গেল তাঁদের। সেরা পরিচালকের পুরস্কার ঘোষণা করেন এই দুজন। এবার অ্যাফ্লেক পরিচালিত এয়ার সিনেমায় অভিনয় করে মনোনয়ন পেয়েছিলেন ডেমন, যদিও পুরস্কার পাননি।
সূত্র: এএফপি, ভ্যারাইটি, সিএনএন

একনজরে ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার
চলচ্চিত্র

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল ও কমেডি)
‘পুওর থিংস’
সেরা চলচ্চিত্র (ড্রামা)
‘ওপেনহেইমার’
সেরা অ-ইংরেজিভাষী চলচ্চিত্র
‘অ্যানাটমি অব আ ফল’, ফ্রান্স
সেরা অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি)
পল জিয়ামাতি, ‘দ্য হোল্ডওভারস’
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি)
এমা স্টোন, ‘পুওর থিংস’
সেরা অভিনেতা (ড্রামা)
কিলিয়ান মার্ফি, ‘ওপেনহেইমার’
সেরা অভিনেত্রী (ড্রামা)
লিলি গ্লাডস্টোন, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান, ‘ওপেনহেইমার’
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র)
জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি, ‘অ্যানাটমি অব আ ফল’
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র)
রবার্ট ডাউনি জুনিয়র, ‘ওপেনহেইমার’
সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র)
ডেভাইন জয় র‍্যাডলফ, দ্য হোল্ডওভারস’
সেরা মৌলিক গান (চলচ্চিত্র)
‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’, ‘বার্বি’
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র
‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’
টেলিভিশন
সেরা সিরিজ (ড্রামা)
‘সাকসেশন’
সেরা সিরিজ (মিউজিক্যাল ও কমেডি)
‘দ্য বিয়ার’
সেরা অভিনেতা (ড্রামা)
কিরেন কালকিন, ‘সাকসেশন’
সেরা অভিনেত্রী (ড্রামা)
সারা স্নুক, ‘সাকসেশন’
সেরা অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট, দ্য বিয়ার’
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি)
আয়ো দেবিরি, ‘দ্য বিয়ার’
সেরা লিমিটেড সিরিজ/অ্যানথোলজি সিরিজ/টেলিছবি
‘বিফ’