‘ব্র্যাড পিট’ সেজে প্রতারণা, ১০ কোটি টাকা খোয়ালেন নারী
অনলাইনে অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন ৫৩ বছর বয়সী ফরাসি নারী অ্যান। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিলাসবহুল একটি স্কি–ট্রিপের পোস্টের মাধ্যমে প্রতারকের চোখে পড়েন পেশায় অন্দরসজ্জাবিদ ওই নারী। প্রথমে ইনস্টাগ্রামে অ্যানের সঙ্গে যোগাযোগ করেন ‘ব্র্যাড পিটের মা’। পরে ব্র্যাড পিটের নাম ব্যবহার করে অন্য একটি আইডি থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই প্রতারক বলেন, তিনি মায়ের কাছ থেকে অ্যানের সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছেন। এভাবে শুরু হয় কথোপকথন।
দ্য টাইমস, এএফপি, বিএফএম টেলিভিশন ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১-এর বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে। টিএফ১ টেলিভিশন চ্যানেলে অ্যানের প্রতারণার শিকার হওয়ার খবর প্রকাশের পরমুহূর্তেই তা এমনভাবে আলোড়ন তোলে যে অ্যানের নিরাপত্তা ও পরিচয় গোপন রাখার স্বার্থে খবরটি সরিয়ে নেয় তারা। ওই টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান জানান, ‘পিটের মা’ তাঁকে বলেছিলেন, ‘আমার ছেলে ঠিক তোমার মতো একজন জীবনসঙ্গীই খুঁজছে।’
অ্যান আরও বলেন, ‘শুরুতে আমি নিজেকে বুঝিয়েছি যে এটা ভুয়া। এ হতে পারে না! আসলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আমি অতটা অভ্যস্ত নই। আমার সঙ্গে কী ঘটছে, আমি আসলে ঠিকমতো বুঝে উঠতে পারছিলাম না।’ শুরুতে অ্যান দ্বিধাগ্রস্ত থাকলেও পরে প্রতারক এআই দিয়ে তৈরি পিটের ছবি ও ভিডিও পাঠিয়ে অ্যানের বিশ্বাস অর্জন করেন। ব্র্যাড পিট পরিচয় দিয়ে প্রতারক নিয়মিত অ্যানকে প্রেমপূর্ণ বার্তা পাঠাতেন, কবিতা পাঠাতেন, লিখতেন ভালোবাসার কথা। অ্যান বলেন, ‘লোকটা জানত, কীভাবে নারীদের সম্মান দিয়ে কথা বলতে হয়। আমার লোকটার সঙ্গে কথা বলতে ভালো লাগত। সবকিছু একদম ঠিকঠাক চলছিল।’
একসময় প্রতারক অ্যানকে বিয়ের প্রস্তাব দেন আর ‘তিনি হলিউড তারকা হওয়ায়’ তাঁদের সম্পর্কের গোপনীয়তা রক্ষা করতে অনুরোধ করেন। সেই সময় অ্যানের সঙ্গে তাঁর তখনকার স্বামীর খারাপ সময় চলছিল। একসময় অ্যান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আর বিচ্ছেদের কারণে স্বামীর কাছ থেকে বেশ কিছু টাকাও পান।
এদিকে পিট পরিচয় দেওয়া প্রতারক দামি উপহার পাঠিয়েছে জানিয়ে তাঁর কাস্টমস বিলের কথা বলে প্রথমবার ১০ হাজার ইউরো হাতিয়ে নেন। এরপর অ্যানের কাছে টাকা আছে জানতে পেরে নতুন গল্প ফাঁদেন প্রতারক। জানান যে তাঁর কিডনিতে ক্যানসার হয়েছে। আর জোলির সঙ্গে বিচ্ছেদ-পরবর্তী মামলা চলমান থাকায় তাঁর সব ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাঁর তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের টাকা প্রয়োজন।
এআই দিয়ে ব্র্যাড পিটের হসপিটালের বেডে শুয়ে থাকা কয়েকটি ছবি তৈরি করে পাঠিয়ে দেয় প্রতারক। এভাবে ধীরে ধীরে ওই নারী বিবাহবিচ্ছেদের পর পাওয়া অর্থ ও নিজের সব সঞ্চয় পাঠিয়ে দেন। সব মিলিয়ে ওই নারী ৭ লাখ ৯৮ হাজার ইউরো বা ৯ কোটি ৯৪ লাখ টাকা পাঠান ওই প্রতারককে।
একসময় অ্যান জানতে পারেন, আসল ব্র্যাড পিট ৩২ বছর বয়সী জুয়েলারি ব্যবসায়ী ইনেস ডি রামোনের সঙ্গে প্রেম করছেন। সেই নিউজের লিঙ্ক পাঠালে তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেন প্রতারক। বলেন, এসব ভুয়া খবর। একসময় অ্যান নিশ্চিত হন যে তিনি প্রতারকের পাল্লায় পড়ে সর্বস্ব খুইয়েছেন। তিনি প্রতারণার মামলা করলে বিষয়টি মিডিয়ার নজরে আসে। ফরাসি পুলিশের একটি দল প্রতারককে খুঁজছে।
সূত্র: পিপলডটকম