জঙ্গলের রাজত্ব দখলের লড়াই

শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এপস’ সিনেমায় দেখা গেছে, অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের বিরুদ্ধে সিজার নামের এক শিম্পাঞ্জি ও তার বাহিনীর ভয়ংকর লড়াই। সাত বছর পর আসছে সিনেমাটির সিকুয়েল ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’। প্ল্যানেট অব দ্য এপস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা এটি। ওয়েস বলের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওয়েন টিগ, ফ্রেয়া অ্যালান, কেভিন ডুরান্ড, পিটার ম্যাকন, উইলিয়াম এইচ ম্যাসি প্রমুখ। আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপেস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমাটি।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ট্রেলারের শুরুতেই দেখা যায়, সিজার বিকট শব্দে চিৎকার করছে। তার চিৎকার শুনে জঙ্গলে বসবাস করা সাধারণ মানুষের ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে সবাই ছুটতে থাকে। এরপরই শুরু হয় জঙ্গল থেকে ভয়ংকর শিম্পাঞ্জি বাহিনীকে তাড়িয়ে দেওয়ার মিশন; যে মিশনের দায়িত্বে থাকে আমেরিকান আর্মি ও সোয়াট টিম। মানুষ ও শিম্পাঞ্জির জঙ্গলের রাজত্ব দখলের যুদ্ধ নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প।