‘বুলেট ট্রেন’-এর যাত্রী
শিশুশিল্পী হিসেবে মাত্র চার বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন জোয়ি কিং। ফলে বয়স মোটে ২৩ হলেও কাজের সংখ্যা কম নয় এই অভিনেত্রীর। গত কয়েক বছরে তিনি সবচেয়ে বেশি আলোচিত নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ছবি ‘দ্য কিসিং বুথ’-এর তিন কিস্তিতে অভিনয় করে। মূলত এই ছবি দিয়েই উত্থান হয়েছে মার্কিন অভিনেত্রীর। দর্শক পছন্দ করলেও সমালোচকেরা অবশ্য ধুয়ে দিয়েছেন। তবে তা থোড়াই কেয়ার করেন জোয়ি। ভ্যারাইটিকে তিনি বলেন, ‘আমি তো ছবিগুলোর (‘দ্য কিসিং বুথ’ ট্রিলজি) প্রযোজক নই। যে চরিত্রে আমি অভিনয় করেছি, সেটা ভীষণ প্রিয়। ছবিগুলোর জন্য আমি অনুতপ্ত নই। যে যা বলুক, তাতে কিছু আসে–যায় না।’
জোয়ি কিং এখন আলোচনায় ডেভিড লিচের অ্যাকশন কমেডি ছবি ‘বুলেট ট্রেন’ দিয়ে। ছবির প্রচারে অভিনেত্রী জানান, গত কয়েক বছরে অভিনেত্রী ও ব্যক্তি হিসেবে তিনি কতটা পরিণত হয়েছেন। তিনি বলেন, ‘গত কয়েক বছরে আমি অনেকটা এগিয়েছি। ব্যক্তি হিসেবে আমি যেখানে থাকলে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেখানে আসতে পেরেছি। এটা ঘটেছে নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হওয়ার কারণে। ফলে যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব নিতে এগিয়ে আসতে পারি।’
‘বুলেট ট্রেন’-এর মতো তারকাবহুল ছবিতে অভিনয় করতে পেরে ভীষণ খুশি জোয়ি, ‘আমি ভাবতেই পারছি না, তারকাবহুল এই ছবিতে অভিনয় করেছি। ব্র্যাড, অ্যারন, ব্রায়ান, মিশেল শ্যানন—কে নেই। বড় তারকাদের সঙ্গে কাজ করা আমার জন্য দুর্দান্ত অভিজ্ঞতা।’ ‘বুলেট ট্রেন’ প্রসঙ্গে বলতে গিয়ে আলাদা করে তিনি বলেন ব্র্যাড পিটের সঙ্গে কাজের অভিজ্ঞতা, ‘তিনি তো সবারই প্রিয় অভিনেতা। তিনি দারুণ এক ব্যক্তিত্ব, যিনি কিনা কাজের জন্য অসম্ভব পরিশ্রম করতে পারেন। তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়।’
চলতি মাসের ৫ তারিখ সারা দুনিয়ার সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘বুলেট ট্রেন’। সমালোচকেরা ছবিটিকে মাঝারি মানের বললেও বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। মুক্তির পর প্রথম তিন দিনেই উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ৩০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি।