১৭ দিনে ১০ হাজার কোটি টাকার বেশি আয়, ৭ রেকর্ড

‘বার্বি’ সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

মাত্র ১৭ দিনের মাথায় রেকর্ড গড়ল হলিউডের আলোচিত সিনেমা ‘বার্বি’। সিনেমাটির নাম উঠেছে বিলিয়ন ডলার আয়ের ঘরে। একই সঙ্গে সারা বিশ্বের দর্শকদের কাছে আলোচিত এই সিনেমা আরও সাত রেকর্ডের জন্ম দিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা, বিশ্বের বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তিতে নিষেধাজ্ঞা না থাকলে আরও কম সময়ে বিলিয়ন ডলার আয়ের মুখ দেখত ‘বার্বি’।

বিবিসি সূত্রে জানা যায়, হলিউডের বাজার থেকে ৪৫৯ ও আন্তর্জাতিক বাজার থেকে ৫৭২ মিলিয়ন ডলার মিলে এই আয় এসেছে। টাকায় এর পরিমাণ ১০ হাজার ৭০ কোটি টাকার বেশি। এই আয় দিয়ে রেকর্ডের খাতায় নাম লেখালেন পরিচালক গ্রেটা গারউইগ। এককভাবে বিলিয়ন ডলার আয় করা সিনেমার তিনি একমাত্র নারী নির্মাতা। এই রেকর্ড হয়তো ভাঙতে সময় লাগবে। কারণ, এখানে সময়টাও খুবই কম।

‘বার্বি’র ভূমিকায় মার্গো রবি ও ‘কেন’ চরিত্রে রায়ান গসলিং
ছবি: আইএমডিবি

শুধু তা–ই নয়, সিনেমাটি মুক্তির প্রথম শুক্রবারেই ১৫৭ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ে। গ্রেটা গারউইগ প্রথম নারী নির্মাতা হিসেবে দেশের মধ্যে প্রথম সপ্তাহে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় আগেই জায়গা করে নিয়েছেন। তাঁর এই বক্স অফিস সাফল্যকে বলা হয়েছে ‘ঐতিহাসিক সপ্তাহ’। এর আগের রেকর্ড ছিল ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’–এর ঘরে।

মহামারির পর ‘বার্বি’ চমক দেখিয়েছে। এই সময়ের মধ্যে খুব বেশি সিনেমা বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়তে পারেনি। সেখানে ৬ নম্বর সিনেমা হিসেবে বিলিয়ন ডলার আয়ের তালিকায় নাম লেখাল ‘বার্বি’। এটাকে বিশেষ অর্জন বলাই যায়। এর আগে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’, ‘টপগান: ম্যাভরিক’, ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ ও ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়েল ১০০ কোটি ডলার আয়ের তালিকায় পৌঁছেছিল।

সিনেমার শুটিংয়ের ফাঁকে রায়ান গসলিং, মার্গো রবি ও পরিচালক গ্রেটা
ছবি: আইএমডিবি

‘বার্বি’র প্রথম সপ্তাহের আয় ছিল ২৫৬ মিলিয়ন ডলার, যা এ বছর আয় করা সিনেমার মধ্যে এগিয়ে। এ বছর কমেডি ও অ্যাডভেঞ্চার সিনেমা ‘দ্য সুপার মারিও ব্রস’ এপ্রিলে আয় করে ২৪০ ডলার। শুরু থেকেই ‘বার্বি’ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা থাকায় সিনেমাটি আয়ে এগিয়ে ছিল। এ ছাড়া ‘বার্বি’ সিনেমার মিউজিক্যাল ট্র্যাকগুলো আলোচনায় ছিল। ইউএস টপ চার্টে শীর্ষ ১০–এর তিনটি গানই ছিল ‘বার্বি’র। এই রেকর্ড এর আগে ছিল ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘স্যাটারডে নাইট ফেবার’, ডিজনির ২০২২ সালে মুক্তি পাওয়া ‘এনকান্টো’র ঘরে। এ ছাড়া স্পটিফাইর শীর্ষ ৫০–এর তালিকায় ছিল গানটি।

‘বার্বি’ ছবিতে মার্গো রবি। আইএমডিবি

গত শতকের পঞ্চাশের দশকের জনপ্রিয় পুতুল চরিত্র ‘বার্বি’ নিয়ে নির্মিত সিনেমাটি গত ২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পায়। আইএমডিবিতে ‘বার্বি’র রেটিং ৭.৪। ভোট দিয়েছেন ১৯৪ হাজার মানুষ। ‘বার্বি’কে দেখার জন্য ওয়াচ লিস্টে রেখেছেন ২ লাখ ২২ হাজার দর্শক। এটাও একটা রেকর্ড। অন্য সিনেমার ক্ষেত্রে সচরাচর এটা কম হয়।

সিনেমার মূল দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় মার্গো রবি ও ‘কেন’ চরিত্রে রায়ান গসলিংকে দেখা যাবে। সূত্র: বিবিসি, ফর্বিজ ম্যাগাজিন।