যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে, স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এবার দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মানবিক আবেদন জানালেন হলিউড তারকা জিন স্মার্ট। খবর হলিউড রিপোর্টারের
হলিউডে এখন পুরস্কারের মৌসুম। গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। আগামী দুই মাসে অস্কার, ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস (ড্যাগ), স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডসসহ গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি পুরস্কার অনুষ্ঠান হওয়ার কথা। জিন স্মার্টের আবেদন, এসব পুরস্কার অনুষ্ঠান যাঁরা সম্প্রচার করবেন, তাঁরা যেন দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন।
গোল্ডেন গ্লোব, এমি ও সেগ পুরস্কারজয়ী ৭৩ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘এটা হলিউডে উদ্যাপনের সময়, অনেকগুলো পুরস্কার অনুষ্ঠান হয়। তবে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে টেলিভিশন নেটওয়ার্কগুলোর প্রতি একটি আবেদন জানাতে চাই। তাঁরা যেন মুনাফা দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষ ও ফায়ার ফাইটারদের সাহায্য দেওয়ার কথা বিবেচনা করেন।’
টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে সমানভাবে কাজ করেছেন জিন স্মার্ট। সাম্প্রতিক সময়ে তিনি ব্যাপকভাবে আলোচিত এইচবিওর কমেডি সিরিজ ‘হ্যাকস’ দিয়ে।